ছাঁটাই হতে পারেন এই তালিকায় কত নম্বরে গার্দিওলা

ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাএএফপি

ডিসেম্বরের শুরুতে লিভারপুলের মাঠে ২-০ গোলে হারের পর অবিশ্বাস্য এক অভিজ্ঞতার মুখে পড়তে হয় ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাকে। সেদিন স্বাগতিক দর্শকেরা গার্দিওলাকে উদ্দেশ করে ‘সকালেই ছাঁটাই’ বলে স্লোগান দিতে শুরু করে। দীর্ঘ ক্যারিয়ারে সর্বকালের অন্যতম সেরা এই কোচের জন্য এ ঘটনা ছিল একেবারেই অভিনব।

সেই ম্যাচের পর এখন পর্যন্ত পরিস্থিতির অবশ্য খুব বেশি উন্নতি হয়নি। পয়েন্ট টেবিলের পাঁচে থাকলেও লিগ শিরোপা একরকম ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। পাশাপাশি চ্যাম্পিয়নস লিগেও দলটির অবস্থান ২২ নম্বরে। যে কারণে প্রিমিয়ার লিগ সম্ভাব্য ছাঁটাই হতে পারেন, এমন কোচের তালিকায়ও গার্দিওলার অবস্থান খানিকটা ওপরে দিকে।

আরও পড়ুন

আগের মৌসুমগুলোতে যে কোচের অবস্থান সবার পরে থাকত, সেই গার্দিওলা এখন আছেন ১৫ নম্বরে। এমনকি ছাঁটাই হওয়ার আশঙ্কায় ডেভিড ময়েস, উনাই এমেরি এবং নুনো এস্পিরিতো সান্তোরাও পিছিয়ে আছে গার্দিওলার চেয়ে।

সম্প্রতি বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে প্রিমিয়ার লিগের বর্তমান কোচদের ছাঁটাই হওয়ার আশঙ্কার ক্রম নির্ণয় করেছে ক্রীড়াভিত্তিক পোর্টাল ‘গিভমিস্পোর্ট’। যেসব মানদণ্ডের ভিত্তিতে তারা এই ক্রম করা হয়েছে, সেগুলো হলো প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ এবং চ্যাম্পিয়নস লিগে সামগ্রিক পারফরম্যান্স, সাম্প্রতিক ফর্ম, ক্লাবের প্রত্যাশা, ক্লাবের ভেতর কোচের প্রভাব, কোচ নিয়ে সমর্থকদের মনোভাব।

এসব বিবেচনায় এ মুহূর্তে ছাঁটাইয়ের আশঙ্কায় সবার ওপরে আছেন টটেনহাম কোচ অ্যাঞ্জ পোস্তেকোগলু। বর্তমানে পয়েন্ট তালিকায় ১৫ নম্বরে আছে টটেনহাম। এই তথ্যটুকু বোধ হয় পোস্তেকোগলুর ছাঁটাই হওয়ার জন্য যথেষ্ট।

ছাঁটাই হওয়ার আশঙ্কায় সবার ওপরে আগ্নে পোস্তেকোগলু
এক্স

এরপর অবনমন অঞ্চলে থাকা লেস্টার সিটির সদ্য নিয়োগকৃত কোচ রুড ফন নিস্টলরয় আছে তালিকার ২ নম্বরে। এ তালিকার তিনে আছেন অবনমন অঞ্চলের আরেক দল ইপসউইচ টাউন কোচ কিয়েরান ম্যাককেনা।

আরও পড়ুন

আর ৪ নম্বরে আছেন কদিন আগেই ম্যানচেস্টার ইউনাইটেডে কোচ হয়ে আসা রুবেন আমোরিম। একের পর এক ব্যর্থতার জেরে চাপে থাকা আমোরিমের অবস্থান চারে। আর সম্ভাবনায় সবচেয়ে পিছিয়ে আছেন লিভারপুল কোচ আর্নে স্লট।

চলতি মৌসুম শুরুর আগে যোগ দেওয়া এই কোচ লিভারপুলকে মাঝমৌসুমেই দেখাচ্ছেন শিরোপাস্বপ্ন। প্রিমিয়ার লিগের পাশাপাশি চ্যাম্পিয়নস লিগে শীর্ষে আছে অপরাজিত লিভারপুল। ফলে এমন পরিস্থিতিতে স্লটের বরখাস্ত হওয়া অষ্টম আশ্চর্যই হবে।

প্রিমিয়ার লিগে কোচ বরখাস্ত হওয়ার সম্ভাব্য ক্রম