রোনালদো-বেনজেমার লড়াইয়ে হাসি ‘রবিনের’

গোলের পর বেনজেমার উদ্‌যাপনএএফপি

রিয়াল মাদ্রিদের ইতিহাসে গোল করায় তাঁদের ওপরে কেউ নেই। একজন ৪৫০ গোল করে শীর্ষে, আরেকজন ৩৫৪ গোল নিয়ে দ্বিতীয়। ৯ বছর সান্তিয়াগো বার্নাব্যুতে সতীর্থ থাকতে দুজনে মিলে রিয়ালকে উপহার দিয়েছেন মোট ৮০৪ গোল, জিতেছেন ১৬টি ট্রফি। রিয়ালের জার্সিতে একসঙ্গে খেলেছেন ৩৪২ ম্যাচ, আক্রমণভাগে এই জুটির কাছ থেকে গোল এসেছে ৭৬টি। ২০১৩ সালে গ্যারেথ বেল রিয়ালে যোগ দেওয়ার পর তাঁদের তিনজনকে নিয়ে ইউরোপ দেখেছে ভয়ঙ্করতম ‘বিবিসি’ ত্রিফলা আক্রমণভাগ। তবে পরিসংখ্যানের বাইরে আরও একটি বিষয় ছিল।

আরও পড়ুন

রিয়ালে রোনালদো যদি ‘ব্যাটম্যান’ হতেন বেনজেমাকে নিতে হতো তাঁর সহযোগী ‘রবিন’–এর ভূমিকা। গোল করার চেয়ে রোনালদোকে গোল বানিয়ে দেওয়ার ভূমিকাতে বেশি দেখা গেছে বেনজেমাকে। প্রশ্ন হলো, সেসব পুরোনো স্মৃতি এখন কেন জাবর কাটা?

কারণ, কাল রাতে জেদ্দায় কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে সেসব স্মৃতিই উঁকি দিয়েছে দুই কিংবদন্তিকে মুখোমুখি হতে দেখে। সৌদি ফুটবলে আল ইত্তিহাদ আল নাসরের সরাসরি প্রতিদন্দ্বী। এ দুটি ক্লাব মুখোমুখি হওয়া মানে কাঁধ কাঁধ মিলিয়ে লড়াইয়ের সেই পুরোনো স্মৃতি ভুলে নিজ নিজ ক্লাবকে জেতানোর গুরুদায়িত্ব নেওয়া। কাল সে লড়াইয়ে রিয়ালের ‘ব্যাটম্যান’কে হারিয়ে জিতলেন রবিন—বেনজেমা। সৌদি প্রো লিগের ম্যাচে আল নাসরকে ২–১ গোলে হারিয়েছে আল ইত্তিহাদ। রোনালদো ও বেনজেমা দুজনেই গোল করেন ম্যাচের ৫৫ থেকে ৫৭ মিনিটের মধ্যে। তবে আল ইত্তিহাদকে ৩ পয়েন্ট এনে দিয়েছে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ডাচ উইঙ্গার স্টিভ বারউইনের করা গোলটি।

ম্যাচ শুরুর আগে হাত মেলাচ্ছেন বেনজেমা ও রোনালদো
এএফপি

এই হারে শিরোপা লড়াইয়ে বেশ পিছিয়ে পড়ল আল নাসর। ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলে তারা চতুর্থ। সমান ম্যাচে তাদের সঙ্গে ১১ পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে টানা নবম জয় তুলে নেওয়া আল ইত্তিহাদ। ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় নেইমারের ক্লাব আল হিলাল। রোনালদো হারের পর ‘আমরা আরও শক্তিশালি হয়ে ফিরে আসব’ লিখে এক্স–এ পোস্ট করলেও তাঁর ভক্তরা কিন্তু অন্য কিছু ভাবছেন। কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, রোনালদোর আল নাসর ছেড়ে আল হিলালে যোগ দেওয়া উচিত।

আরও পড়ুন

সে যা হোক, রোনালদো কিন্তু নিজের কাজটা করে যাচ্ছেন। গোল করা। বেনজেমা ৫৫ মিনিটে লিগে ১০ ম্যাচে তাঁর ১০ম গোলটি করার দুই মিনিটের মধ্যে আল নাসরকে সমতায় ফেরান রোনালদো। কাছ থেকে নিচু শটে গোল করেন পর্তুগিজ কিংবদন্তি। ২০২৪ সালে এটিই রোনালদোর শেষ গোল। কারণ, আল নাসরের যেমন বাকি তিন সপ্তাহে ম্যাচ নেই, নেই পর্তুগাল জাতীয় দলেরও। সব মিলিয়ে ২০২৪ সালে ক্লাব ও দেশের হয়ে মোট ৫১ ম্যাচে ৪৩ গোল করলেন রোনালদো। গোল বানিয়েছেন ৭টি। বছর শেষ করলেন নামের সঙ্গে ৯১৬ গোল নিয়ে।

রোনালদোর গোলের কিছুক্ষণ পর মাঠের একটি দৃশ্যে বোঝা গেল, রিয়ালের সাবেক দুই সতীর্থের মধ্যে মনের মিলটা এখনো আছে। রোনালদোর জাতীয় দল সতীর্থ ওতাভিওর সঙ্গে মাঠে লেগে গিয়েছিল বেনজেমার। রেফারির সামনেই আঙুল উঁচিয়ে কথা কাটাকাটি করছিলেন দুজন। রোনালদো তখন বেনজেমাকে ঠেকিয়ে তাঁর কানে কানে কিছু একটা বলেন। ফরাসি তারকার মেজাজ এরপর শান্ত হতে দেখা যায়। ৬৭ মিনিটের সেই ঘটনায় দুজনকেই হলুদ কার্ড দেখান রেফারি। তবে মাঠে নামার আগেও স্টেডিয়ামের টানেলে কুশলাদী বিনিময় করেছেন রোনালদো ও বেনজেমা। একে অপরকে জড়িয়েও ধরেন।

স্পোর্টস ইলাস্ট্রেটেড জানিয়েছে, ম্যাচ শেষে রোনালদোকে নিয়ে বেনজেমা বলেছেন, ‘ক্রিস্টিয়ানোর সঙ্গে আবারও দেখা হয়ে ভালো লাগছে। আমরা একসঙ্গে অনেক পথ পাড়ি দিয়েছি। মাদ্রিদে আমরা ৯ বছর খেলেছি, গোল করেছি এবং শিরোপা জিতেছি।’

আরও পড়ুন