ট্রেনের পথ বিমানে গিয়ে তোপের মুখে এমবাপ্পে–গালতিয়েররা
কিলিয়ান এমবাপ্পের বয়স মাত্র ২৩ বছর। এ বয়সেই তিনি ফ্রান্সের সোনার ছেলে, দেশটির ক্রীড়া ক্ষেত্রের আইকন। সাধারণত ভুল–টুল করেন না। চালচলন, আচার–আচরণ আর কথাবার্তায় এমবাপ্পে তাঁর খেলার মতোই পরিণত।
পরিণত এই এমবাপ্পেই একটি ভুলের কারণে সমালোচনার মুখে পড়েছেন। এমনিতে সংবাদমাধ্যমের সামনে তিনি পরিণত আচরণই করে থাকেন, কিন্তু গতকাল একটু যেন অমনোযোগী হয়ে পড়েছিলেন এমবাপ্পে।
নঁতের বিপক্ষে গত শনিবার ম্যাচ খেলতে পিএসজি কেন ট্রেনে করে না গিয়ে প্রাইভেট বিমানে গেল—এই প্রশ্নে কোচ ক্রিস্তফ গালতিয়ের যে উত্তর দিয়েছেন, সেটা শুনে হাসি আর ধরে রাখতে পারেননি এমবাপ্পে। সংবাদ সম্মেলনের ওই অংশে হাসিতে ফেটে পড়েন পিএসজির স্ট্রাইকার।
প্যারিস থেকে নঁতের দূরত্ব ৩৮০ কিলোমিটার। তীব্র গতির ট্রেনে যেতে মাত্র দুই ঘণ্টা সময় লাগে। এটুকু সময়ের পথ পিএসজি দল বিমানে করে যাওয়ায় বিষয়টি টুইট করে সবার নজরে এনেছে ফ্রান্সের রেলওয়ে কর্তৃপক্ষ।
চ্যাম্পিয়নস লিগে আজ ইতালিয়ান পরাশক্তি জুভেন্টাসের বিপক্ষে ম্যাচের আগে গতকালের সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় গালতিয়েরকে। এর উত্তরে মজা করে তিনি বলেন, ‘আমরা পিএসজির ভ্রমণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষকে জিজ্ঞেস করেছিলাম, স্যান্ড–ইয়টে যেতে পারি কি না!’ তবে এমবাপ্পে ওই বিমানযাত্রা নিয়ে বলেছেন, ‘এ ব্যাপারে আমার কোনো ধারণা নেই।’
গালতিয়ের আর এমবাপ্পের এই প্রতিক্রিয়া ভালো লাগেনি ফ্রান্সের জ্বালানিমন্ত্রী আনিয়েস পানিয়ের–রুনাশেরের। চ্যানেল সিনিউজকে তিনি বলেছেন, ‘ক্রিস্তফ গালতিয়ের আর এমবাপ্পের প্রতিক্রিয়া দেখে বোঝা গেছে, জলবায়ু পরিবর্তনের বিষয় সম্পর্কে তারা কতটা বিচ্ছিন্ন।’
এ নিয়ে চারদিকে ব্যাপক সমালোচনা হচ্ছে। ফ্রান্সের বেশ কয়েকজন খেলোয়াড়ের এজেন্ট ফ্রাঙ্ক বলেছেন, তাঁর ভাবমূর্তিতে এটা বড় এক ধাক্কা।