বিশ্বকাপের টিকিট পেতে ব্রাজিলের বিপক্ষে যা করতে হবে আর্জেন্টিনাকে

বিশ্বকাপের টিকিট নিশ্চিতের দ্বারপ্রান্তে আর্জেন্টিনাএএফপি

২০২৬ বিশ্বকাপের এখনো এক বছরের বেশি সময় বাকি। তবে এরই মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত এই বিশ্বকাপের টিকিট কাটতে শুরু করেছে দেশগুলো।

কদিন আগে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করেছে এশিয়ান পরাশক্তি জাপান। এখন দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে সবার আগে বিশ্বকাপের টিকিট কাটার সুযোগ আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার।

গত নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতেই বিশ্বকাপের টিকিট কাটার মঞ্চ প্রস্তুত করে রেখেছিল আর্জেন্টিনা। অপেক্ষা ছিল কেবল শুধু আর দুটো ম্যাচের। সেই দুই ম্যাচের একটিতে গতকাল উরুগুয়ের বিপক্ষে জয় পেয়েছে আলবিসেলেস্তারা।

আরও পড়ুন

এখন অপেক্ষা কেবল ব্রাজিলের বিপক্ষ ম্যাচের। সেই ম্যাচে ব্রাজিলের বিপক্ষ জয়ের প্রয়োজন নেই, ন্যূনতম একটি ড্র পেলেই যথেষ্ট। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে একটি পয়েন্ট পেলেই নিশ্চিত হবে আর্জেন্টিনার সরাসরি বিশ্বকাপ খেলা।

তবে এত কিছু করা নাও লাগতে পারে আর্জেন্টিনার। একই দিন আর্জেন্টিনার আগেই উরুগুয়ের মুখোমুখি হবে বলিভিয়া। সেই ম্যাচে বলিভিয়া পয়েন্ট হারালে মাঠে নামার আগেই আর্জেন্টিনার বিশ্বকাপ নিশ্চিত হবে। তবে এই ম্যাচে বলিভিয়া জিতলে অপেক্ষা করতে হবে স্কালোনির দলকে।

উরুগুয়ের বিপক্ষে জিতে এখন ব্রাজিলের অপেক্ষায় আর্জেন্টিনা
রয়টার্স

আগামী বিশ্বকাপে দল বেড়েছে, ৩২ দলের বদলে খেলবে ৪৮ দল। যেখানে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সরাসরি ৬টি দল বিশ্বকাপ খেলবে এবং অন্য দলটিকে খেলতে হবে প্লে–অফ।

বর্তমানে ৭ নম্বরে থাকা বলিভিয়ার পয়েন্ট ১৩ ম্যাচে ১৩। এখন বিশ্বকাপ বাছাইয়ে দলটির আর বাকি আছে পাঁচ ম্যাচ। অর্থাৎ এই পাঁচ ম্যাচের সবগুলো জিতলে বলিভিয়ার পয়েন্ট হবে ২৮।

আরও পড়ুন

অন্যদিকে ১৩ ম্যাচে আর্জেন্টিনার পয়েন্ট ২৮। এ অবস্থায় ব্রাজিলের সঙ্গে ড্র করলে তাদের পয়েন্ট হবে ২৯। অর্থাৎ আর্জেন্টিনা এরপর সব ম্যাচ হেরে গেলেও বলিভিয়ার পক্ষে আর কোনোভাবেই আর্জেন্টিনাকে ছোঁয়া বা টপকে যাওয়া সম্ভব হবে না। এখন বলিভিয়া নিজেদের ম্যাচ জিতলে একটি ড্র–ই পারে আর্জেন্টিনার হাতে বিশ্বকাপ টিকিট তুলে দিতে। আর সেই টিকিট যদি চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ম্যাচে আসে তবে তো কথাই নেই।