২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

‘অবৈধ’ বাড়ির মালিক ‘ধনী’ মেসিকে ‘দায়িত্বশীল’ হতে বললেন পরিবেশবাদীরা

ইবিজায় মেসির বাড়িতে এভাবে স্প্রে করে প্রতিবাদ জানান পরিবেশবাদীরাএএফপি

স্পেনের অবকাশ যাপন কেন্দ্র ইবিজা দ্বীপে লিওনেল মেসির বিশাল এক বাড়ি আছে। কিন্তু সেই বাড়ির দেয়ালে পরিবেশবাদীরা স্প্রে দিয়ে স্লোগান লিখে তাঁকে ‘ধনী ব্যক্তি’ হিসেবে পরিবেশের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। পরিবেশ বিপর্যয়ে ধনাঢ্য মানুষজনেরও যে দায় আছে, সেটিও মনে করে দেওয়া হয়েছে আর্জেন্টাইন তারকাকে।

আরও পড়ুন

পরিবেশবাদী সংগঠন ‘ফুতোরো ভেজেতাল’ এক ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, মেসির বাড়ির সামনে দুজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। তাঁদের হাতে ব্যানার। সেখানে লেখা, ‘ধরিত্রীকে দয়া করে সাহায্য করুন। ধনাঢ্যরা নিপাত যাক। পুলিশ নিপাত যাক।’ এর পরপরই তাঁরা স্প্রে দিয়ে মেসির বাড়ির দেয়ালে লাল ও কালো রং দিয়ে স্লোগান লিখে দেন।

এক বিবৃতিতে তারা বলেছে, তারা ধনাঢ্য ব্যক্তিদের বোঝাতে চায় যে এই পৃথিবী, এর পরিবেশ বাঁচাতে তাদের বড় ভূমিকা ও দায়িত্ব আছে। ইবিজায় মেসির বাড়িটি ‘অবৈধ নির্মাণ’ বলে তকমা দিয়েছেন পরিবেশবাদীরা।

ফুতোরো ভেজেতাল বলছে, অক্সফামের ২০২৩ সালের প্রতিবেদন অনুযায়ী পৃথিবীর সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি, যাঁরা মোট জনসংখ্যার মাত্র ১ শতাংশ ২০১৯ সালে যতটা কার্বন নিঃসরণের জন্য দায়ী, সেটি পৃথিবীর দরিদ্রতম জনগোষ্ঠীর দুই–তৃতীয়াংশ কার্বনের সমান।

আরও পড়ুন

২০২২ সালের বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো মেসি এ মুহূর্তে খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে। খবরে প্রকাশিত হয়, তিনি ভূমধ্যসাগরের সাগরের তীরে বিশাল একটি ম্যানশন কিনেছেন, যেখানে একটি সিনেমা হলও আছে। এটির মোট মূল্য ১২ মিলিয়ন ডলার।

মেসির এই সম্পত্তিতে দলিল–সংক্রান্ত সমস্যা আছে। শুধু সেই ম্যানশনে বাস করার জন্য স্থানীয় সরকার কর্তৃপক্ষের অনুমতিপত্র আছে। স্প্যানিশ গণমাধ্যম বলছে, সেই ম্যানশনে বেশ কিছু অংশ নির্মাণও নাকি ছিল অবৈধ জায়গার ওপর।

এই ফুতোরো ভেজেতাল ২০২২ সাল থেকে পরিবেশ বিষয়ে নানা আন্দোলন করে আসছে। ২০২২ সালেই এই দল মাদ্রিদের প্রাদো জাদুঘরে স্থাপিত স্প্যানিশ শিল্পী ফ্রানসিসকো দে গয়ার পেইন্টিংয়ে আঠা লাগিয়ে দিয়েছিল।

গত বছর তারা ইবিজাতেই যুক্তরাষ্ট্রের ধনকুবের ন্যান্সি ওয়ালটন লরির প্রমোদতরিতে স্প্রে দিয়ে প্রতিবাদী স্লোগান লিখে দিয়েছিল। জানুয়ারিতে মাদ্রিদের প্রাদো জাদুঘরের সামনে থেকে এই দলের ২২ সদস্যকে আটক করেছিল স্প্যানিশ পুলিশ।