কোপা আমেরিকার গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল ভোরে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগ আছে ব্রাজিলের। হেরে গেলে আছে বিদায়ের শঙ্কাও। দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে এই ম্যাচ ব্রাজিলের জন্য মোটেই সহজ হবে না। কোপায় এখন পর্যন্ত নিজেদের দুই ম্যাচের দুটিতেই জিতে শেষ আটে পৌঁছে গেছে কলম্বিয়া। ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য গ্রুপ সেরা হওয়ার এবং নিজেদের আধিপত্য দেখানোর লড়াই।
ম্যাচটা সহজ হবে না, সেটি স্বীকার করেছেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়রও। পাশাপাশি এই ম্যাচ ঘিরে অন্য শঙ্কাও আছে ব্রাজিলের। ব্রাজিলের চারজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় আগের দুই ম্যাচে কার্ড দেখেছেন। তাঁদের কেউ এ ম্যাচে কার্ড দেখলে ছিটকে যাবেন কোয়ার্টার ফাইনাল ম্যাচ থেকে। ফলে সব দিক থেকেই সতর্ক থেকেই মাঠে নামতে হবে ব্রাজিলকে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি ও কৌশল নিয়ে কথা বলেছেন ব্রাজিল কোচ দরিভাল।
কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে বিশেষ কোনো পরিবর্তন আনবেন কি না, তা নিয়ে কথা বলেছেন দরিভাল। এ সময় কলম্বিয়ার প্রশংসাও করেছেন তিনি, ‘ম্যাচে প্রয়োজনের ওপর দলের পরিবর্তন নির্ভর করছে। আমরা কলম্বিয়া দল নিয়ে অনেক গবেষণা করেছি, তারা অসাধারণ একটি দল এবং ধারাবাহিকভাবে ভালো খেলছে। তাদের অর্জনও দারুণ। এই দলের অনেক সম্মান প্রাপ্য। আপনারা সবাই জানেন যে তাদের দলে অনেক বৈচিত্র্যময় মানসম্পন্ন খেলোয়াড় আছে, যারা বিশ্বের প্রধান ক্লাবগুলোতে খেলে থাকে। তাদের বিপক্ষে আমরা সম্ভাব্য সেরা লাইনআপই দেব।’
কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড দেখলে এবং ব্রাজিল কোয়ার্টার ফাইনালে উঠলে ম্যাচটি মিস করবেন ব্রাজিলের চার ফুটবলার—ভিনিসিয়ুস জুনিয়র, এদের মিলিতাও, লুকাস পাকেতা ও ওয়েন্ডেল। তাঁরা প্রত্যেকেই আগের ম্যাচগুলোয় একটি করে হলুদ কার্ড দেখেছেন। এখন শেষ আট মাথায় রেখে তাঁদের কাউকে কলম্বিয়ার বিপক্ষে বিশ্রাম দেবেন কি না, জানতে চাইলে দরিভাল বলেছেন, ‘এই মুহূর্তে কাউকে বাদ দেওয়ার সুযোগ নেই। আমরা প্রতিযোগিতার প্রথম ধাপে সেরা ফল পাওয়া নিয়েই চিন্তা করছি। খেলোয়াড়েরাও কার্ডের বিষয় নিয়ে ভাবছে না। আমরা সম্ভাব্য সেরা দল নিয়েই মাঠে নামব, খেলোয়াড়দের পরিস্থিতি যা–ই হোক। আমরা সেরাটাই দিতে চাই এবং সেরা ফলটাও পেতে চাই।’
গুরুত্বপূর্ণ এই ম্যাচের প্রতিপক্ষ কলম্বিয়া বলেই যেন দরিভালের বাড়তি সতর্কতা, ‘আমার মনে হয়, এটা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে কলম্বিয়ার সেরা প্রজন্ম। তাদের খেলোয়াড়েরা বিশ্বের সেরা দলগুলোয় খেলছে। কোনো সন্দেহ নেই যে আমরা দারুণ একটি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে যাচ্ছি। আশা করি, আমরা ভালো খেলতে পারব। প্রথম প্রীতি ম্যাচের পর এখন পর্যন্ত দল হিসেবে আমরা বিকশিত হয়েছি।’
সংবাদ সম্মেলনে কোপায় ব্রাজিলের সম্ভাবনা নিয়েও কথা বলেছেন দরিভাল, ‘আমার মনে হয় এটা ভুলে গেলে চলবে না যে এক সপ্তাহ আগে আমরা বলেছি, প্রথমবারের মতো ব্রাজিল জাতীয় দল সম্ভাব্য ফাইনালিস্টের তালিকায় না থেকেই কোপা আমেরিকা খেলতে যাচ্ছে। আমার মনে হয়, এটা মনে রাখা উচিত। এখন মাঠের খেলায় আমাদের নিজেদের সামর্থ্য ও মানের প্রমাণ দিতে হবে, যেন এই ধারণা মুছে দেওয়া যায়। আর আমার কাছে এটা গুরুত্বপূর্ণ যে প্রতিটি ম্যাচে আমরা যেন সেরা ফলের লক্ষ্যে নিজেদের সেরা ট্যাকটিক্যাল ও টেকনিক্যাল ফরমেশন নিয়ে মাঠে থাকতে পারি।’