সুইডেনে ধর্ষণের ঘটনায় জড়াল এমবাপ্পের নাম
সুইডেনের রাজধানী স্টকহোমে দুই দিনের জন্য গিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। এরপর গতকাল সুইডেনের দুটি সংবাদমাধ্যম ‘আফতোব্লাদেত’ ও ‘এক্সপ্রেসেন’ জানিয়েছিল, রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের এই তারকা ফরোয়ার্ডের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। আজ সুইডিশ কৌঁসুলিরা ধর্ষণের অভিযোগে তদন্ত শুরুর ব্যাপারটি নিশ্চিত করলেও সন্দেহভাজনের নাম উল্লেখ করেননি।
সুইডেনের কৌঁসুলি কর্তৃপক্ষ বিবৃতিতে বলেছে, ‘সংবাদমাধ্যমে প্রকাশিত স্টকহোমে সন্দেহভাজন (সাসপেক্টেড রেপ) ধর্ষণের প্রতিক্রিয়ায় কৌঁসুলিরা নিশ্চিত করছেন, পুলিশের কাছে একটি অভিযোগপত্র দাখিল করা হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ১০ অক্টোবর স্টকহোমের একটি হোটেলে ধর্ষণের ঘটনা ঘটার ধারণা করা হচ্ছে। কিন্তু এ ঘটনায় সন্দেহভাজন বা অভিযুক্ত ব্যক্তির নাম উল্লেখ না করে জানিয়ে দেওয়া হয়, এ মুহূর্তে এর চেয়ে বেশি জানানো সম্ভব নয়।
সুইডেনের সান্ধ্যকালীন সংবাদপত্র এক্সপ্রেসেন গতকাল নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাত দিয়ে এমবাপ্পেকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে। আফতোব্লাদেত আজ জানিয়েছে, এমবাপ্পের এ ঘটনায় সন্দেহভাজন অপরাধী হওয়ার তথ্য তাঁদের হাতেও এসেছে।
এক্সপ্রেসেন জানিয়েছে, ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় এমবাপ্পে ‘ধারণা অনুযায়ী সন্দেহভাজন (রিজনেবলি সাসপেক্টেড)’। সুইডেনের আইন অনুযায়ী, সরাসরি সন্দেহভাজনের চেয়ে দুই ধাপ নিচে এই ধারা।
বার্তা সংস্থা এএফপি গতকাল এ বিষয়ে এমবাপ্পের সঙ্গে যোগাযোগ করেছিল। ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপজয়ী এই তারকার ঘনিষ্ঠজনদের পক্ষ থেকে জানানো হয়েছে, এমবাপ্পের বিরুদ্ধে আইনি অভিযোগের বিষয়ে তাঁরা কিছুই জানেন না।
উয়েফা নেশনস লিগে এ মাসে ইসরায়েল ও বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে এমবাপ্পেকে স্কোয়াডের বাইরে রাখেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। গত শুক্রবার ইসরায়েলের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে ফ্রান্স। গতকাল রাতে বেলজিয়ামকে হারিয়েছে ২-১ গোলে। এ দুটি ম্যাচের স্কোয়াডে জায়গা না পাওয়ায় বৃহস্পতিবার পরিচিতজনদের সঙ্গে স্টকহোমে গিয়েছিলেন এমবাপ্পে।
আফতোব্লাদেত জানিয়েছে, নৈশক্লাবে ঢোকার আগে তাঁরা একটি রেস্তোরাঁয় রাতের খাবার খেয়েছেন। শুক্রবার সুইডেন ছাড়েন এমবাপ্পে। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, শনিবার ধর্ষণের অভিযোগ করা হয়।
এক্সপ্রেসেন আজ জানিয়েছে, পুলিশ প্রমাণ হিসেবে কিছু কাপড় উদ্ধার করেছে। এর মধ্যে রয়েছে এক জোড়া কালো ট্রাউজার, নারীদের অন্তর্বাস ও কালো টপ।
এমবাপ্পে গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দাবি করেন, আজ ফরাসি লিগ কমিটির সামনে তাঁর একটি শুনানি রয়েছে। এই শুনানি পিএসজির কাছে তাঁর বকেয়া পাওনার দাবি নিয়ে। এমবাপ্পের দাবি, আফতোব্লাদেতের প্রতিবেদন এবং এই শুনানির মধ্যে কোনো যোগসূত্র রয়েছে।
পিএসজিতে ৭ মৌসুম খেলে ৬ বার লিগ জিতেছেন এমবাপ্পে। ফরাসি ক্লাবটি ছেড়ে এ বছর জুনে রিয়ালে যোগ দেন ২৫ বছর বয়সী এই তারকা। তাঁর দাবি, পিএসজির কাছে তাঁর সাড়ে পাঁচ কোটি ইউরো বকেয়া পাওনা আছে। সামাজিক যোগাযোগমাধ্যমে করা পোস্টে এমবাপ্পে লিখেছেন, ‘মিথ্যা খবর! শুনানির আগে এমন কিছু হওয়ার আন্দাজ করেছিলাম।’
এদিকে কাল রাতে এমবাপ্পেকে নিয়ে এ খবর শোনার পর ফ্রান্স জাতীয় দলের কোচ দিদিয়ের দেশম বলেছেন, ‘এ ঘটনা জাতীয় দলের জন্য ভালো কিছু নয়। যে যার মতো করে লিখবে এখন, তাতে নেতিবাচক প্রভাব পড়বে।’