দেখে নিন মায়ামির জয়ে মেসি–সুয়ারেজ–বুসকেতসদের অবদান কেমন ছিল
মেজর লিগ সকারের আগের ম্যাচে ন্যাশভিলের বিপক্ষে বার্সেলোনার ৩-১ গোলের জয়টি ছিল বার্সেলোনাময়। তিনটি গোলের সঙ্গেই জড়িয়ে ছিলেন বার্সেলোনার সাবেক তিন সতীর্থ লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও সের্হিও বুসকেতস। মেসি করেছিলেন জোড়া গোল, সেই দুই গোলের একটিতে আবার সহায়তা করেছেন সুয়ারেজ। একটি গোল করেছেন বুসকেতস, সেটিতে আবার সহায়তা মেসির।
নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে আজও মায়ামির জয়টিকে বলা যায় বার্সেলোনাময়। সেই তিন তারকা মেসি, সুয়ারেজ ও বুসকেতসের সমন্বয়েই ৪-১ গোলের দুর্দান্ত জয় পেয়েছে তারা। এখানেও মেসি করেছেন জোড়া গোল, এবার বুসকেতসের জায়গায় গোল পেয়েছেন সুয়ারেজ। মেসির একটি গোলে সহায়তা করেছেন বুসকেতস আর সুয়ারেজের গোলে সহায়তা মেসির।
মায়ামির অন্য গোলটি করেছেন বেঞ্জামিন ক্রিমাশ্চি। সেই গোলটিতেও জড়িয়ে আছে মেসির নাম। মেসির প্রথম গোলটিতে সহায়তা করেছেন রবার্ট টেলর।
মেসির সমতায় ফেরা গোল
বক্সের বাইরে থেকে রবাট টেলর থ্রু বল দেন মেসিকে। দারুণভাবে বল নিজের নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে সহজেই সেটি জালে জড়ান তিনি।
মেসির দ্বিতীয় গোল
এবার মেসির গোলের সহায়তা করেন বুসকেতস। মাঝমাঠ আর বক্সের মাঝামাঝি জায়গা থেকে মেসিকে থ্রু বল দেন বুসকেতস। সেই বল বাঁ পায়ের শটে জালে পাঠান মেসি।
ক্রিমাশ্চির গোল
গোলটির উৎস ছিলেন মেসিই। বক্সের ভেতর থেকে বাঁ পায়ে জোরালো শট নেন তিনি। সেই বল পাঞ্চ করে সামনে পাঠান নিউ ইংল্যান্ডের গোলকিপার। বল পেয়ে যান বক্সের ভেতর ফাঁকায় দাঁড়িয়ে থাকা ক্রিমাশ্চি। সেখান থেকে সহজেই গোলে বল পাঠান তিনি।
সুয়ারেজের গোলে মেসির সহায়তা
বক্সের বাইরে বল পেয়ে মেসি ড্রিবলিং করে ঢুকে যান ভেতরে। খানিক সময় নিয়ে বল নিজের পায়ে রাখেন তিনি। এরপর বক্সের ভেতর তাঁর বাঁ দিকে ফাঁকায় থাকা সুয়ারেজকে ছোট করে পাস দেন। সুয়ারেজ দুর্দান্ত এক ফ্লিক শটে বল পাঠান জালে।