ব্যালন ডি’র জয়ে এগিয়ে কোন লিগ আর ক্লাব

সবচেয়ে বেশি ব্যালন ডি’অর জেতা দুই ফুটবলার মেসি (ডানে) ও রোনালদোফিফা

কোন খেলোয়াড় সবচেয়ে বেশি ব্যালন ডি’অর জিতেছেন, সেই উত্তর সবারই জানা। লিওনেল মেসি সর্বোচ্চ ৮ বার ব্যালন ডি’অর ট্রফি জিতেছেন। সর্বশেষ গত বছরও ব্যালন ডি’অর জিতেছিলেন মেসিই। আর্জেন্টাইন কিংবদন্তির পর এই পুরস্কার সবচেয়ে বেশি জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

পর্তুগিজ কিংবদন্তির হাতে ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের এই ট্রফি উঠেছে পাঁচবার। প্রায় এক দশক পর্যন্ত ব্যালন ডি’অরের আশপাশে অন্য কাউকে ঘেঁষতে দেননি এ দুজন। মেসি–রোনালদোর ব্যালন ডি’অর জয়ের সঙ্গে সমৃদ্ধ হয়েছে তাঁদের ক্লাবও। প্রশ্ন হচ্ছে, ব্যালন ডি’অর জয়ে সবার ওপরে কোন ক্লাব? রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনা নাকি অন্য কোনো দল?

ক্লাব হিসেবে সবচেয়ে বেশি ব্যালন ডি’অর জয়ের এ তালিকায় অবশ্য চমক আছে। কারণ, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা দুই ক্লাবই ব্যালন ডি’অর জিতেছে ১২ বার করে। তবে চমকটা হচ্ছে রিয়ালের ১২টি ব্যালন ডি’অর জিতেছেন ৮ জন ফুটবলার।

আরও পড়ুন

আর বার্সার ১২টি ব্যালন ডি’অর জিতেছেন ৬ ফুটবলার। তবে আজ রাতের পর হয়তো বার্সাকে ছাপিয়ে এককভাবে সবার ওপরে উঠে আসতে পারে রিয়াল। দলটির উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের পুরস্কারটি পাওয়ার জোর গুঞ্জন শোনা যাচ্ছে। সেটি সত্যি হলে আজ রাতের পর রিয়ালের ৯ জন ফুটবলারের ব্যালন ডি’অরের সংখ্যা হবে ১৩।

সর্বোচ্চ আটবার ব্যালন ডি’অর জিতেছেন মেসি
এএফপি

দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের পর এই তালিকায় যৌথভাবে সবার ওপরে জুভেন্টাস ও এসি মিলান। ‘তুরিনের বুড়ি’খ্যাত জুভেন্টাসের হয়ে ছয়জন ফুটবলার ব্যালন ডি’অর জিতেছেন আটবার। মিলানের ছয় ফুটবলারও আটবার ব্যালন ডি’অর জিতেছেন। বায়ার্ন মিউনিখের তিন ফুটবলার ব্যালন ডি’অর জিতেছেন পাঁচবার। ম্যানচেস্টার ইউনাইটেড আছে এ তালিকার ৬ নম্বরে। সব মিলিয়ে তাদের ৪ খেলোয়াড় চারবার ব্যালন ডি’অর জিতেছেন।

ক্লাব হিসেবে রিয়াল–বার্সার আধিপত্য দেখানোর প্রভাব পড়েছে লিগ হিসেবে লা লিগার অর্জনেও। এই দুই ক্লাব মিলিয়ে লা লিগা থেকে ২৪ বার ব্যালন ডি’অর জিততে দেখা গেছে। তালিকার দ্বিতীয় ইতালিয়ান সিরি আ। এই লিগ ব্যালন ডি’অর জিতেছে ১৮ বার। তৃতীয় জার্মান বুন্দেসলিগা ব্যালন ডি’অর জিতেছে ৯ বার।

আরও পড়ুন

দেশ হিসেবে সবচেয়ে বেশি ব্যালন ডি’অর জিতেছে আর্জেন্টিনা। ‘আলবিসেলেস্তে’দের ব্যালন ডি’অরের সবটাই অবশ্য মেসিময়। দক্ষিণ আমেরিকার এই দেশটির ব্যালন ডি’অর জয় মেসির সমান ৮টি। তালিকার দুইয়ে ফ্রান্স। পাঁচ ফরাসি ফুটবলার ব্যালন ডি’অর জিতেছেন সাতবার।

অন্যদের মধ্যে সাতবার করে ব্যালন ডি’অর জিতেছে আরও তিনটি দেশ—জার্মানি, নেদারল্যান্ডস ও পর্তুগাল। এর মধ্যে পর্তুগালের হয়ে একাই পাঁচবার ব্যালন ডি’অর জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর ইতালি, ব্রাজিল ও ইংল্যান্ড ব্যালন ডি’অর জিতেছে পাঁচবার করে।