এল ক্লাসিকোয় কোর্তোয়ার খেলা নিয়ে শঙ্কা
কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের হতাশা কী দারুণভাবেই না কাটিয়ে উঠেছে বেলজিয়াম! উয়েফা ইউরোর বাছাইপর্বে কাল সুইডেনকে ৩–০ ব্যবধানে উড়িয়ে দিয়েছেন বেলজিয়ানরা।
বিশ্বকাপের পর জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছেন থিবো কোর্তোয়া। নিজের নামের পাশে আছে ক্লিনশিট। তবে সেই ম্যাচের পর ঊরুর চোটে পড়েছেন রিয়াল মাদ্রিদের বেলজিয়ান গোলরক্ষক। তাঁকে এরই মধ্যে জাতীয় দলের ক্যাম্প ছাড়ার অনুমতি দিয়েছে বেলজিয়ান ফুটবল ফেডারেশন।
আজ সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটির ফুটবল ফেডারেশন জানিয়েছে, ‘ঊরুতে হালকা চোট পেয়েছেন থিবো (কোর্তোয়া)। ঝুঁকি এড়াতে তিনি রিয়াল মাদ্রিদে ফিরে গেছেন।’
বেলজিয়ামের ক্যাম্প ছাড়ায় স্বাভাবিকভাবেই মঙ্গলবার রাতে জার্মানির বিপক্ষে খেলতে পারবেন না কোর্তোয়া। রোববার লা লিগায় ভায়াদোলিদের বিপক্ষেও তাঁর না থাকার সম্ভাবনা বেশি। এমনকি এল ক্লাসিকোয় খেলা নিয়েও আছে শঙ্কা।
আগামী ৫ এপ্রিল কোপা দেল রের ফিরতি লেগে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে টানা তিনটি এল ক্লাসিকো হারায় লস ব্লাঙ্কোরা কোর্তোয়াকে খুব করে পেতে চাইবে।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, আগামীকাল কোর্তোয়ার ঊরুর পরীক্ষা–নিরীক্ষা করা হবে। স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর বোঝা যাবে, পুরোপুরি সুস্থ হতে কত দিন সময় লাগবে তাঁর।
বর্তমান মৌসুমের মাঝামাঝি সময় থেকে চোটের সঙ্গে লড়াই করে যাচ্ছেন কোর্তোয়া। এর আগে হ্যামস্ট্রিং ও নিতম্বের চোটে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে আটটি ম্যাচ মিস করেছেন। খেলতে পারেননি ফিফা ক্লাব বিশ্বকাপেও। তাঁর জায়গায় রিয়ালের গোলবার সামলেছেন আন্দ্রি লুনিন। দ্রুত সেরে না উঠলে এল ক্লাসিকোতেও হয়তো লুনিনের ওপরই ভরসা রাখতে হবে রিয়াল কোচ কার্লো আনচেলত্তিকে।