জাভির সঙ্গে ‘শেষ পর্যন্ত’ আছেন গাভি

গুরু জাভির সঙ্গে শিষ্য গাভিএএফপি

ভিয়ারিয়ালের বিপক্ষে গতকাল রাতে বার্সেলোনার ৫-৩ গোলে হারের পর দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন কোচ জাভি হার্নান্দেজ। এ মৌসুম শেষে কোচের দায়িত্ব ছেড়ে যাবেন এই স্প্যানিশ কোচ। ২০২১ সালের নভেম্বরে ডাচ কোচ রোনাল্ড কোমানের জায়গায় দায়িত্ব নেন জাভি। দায়িত্ব নেওয়ার পর দলটিকে দুটি শিরোপাও এনে দেন এই কিংবদন্তি।

কিন্তু চলতি মৌসুমে স্প্যানিশ সুপার কাপ ফাইনালে হার এবং কোপা দেল রে থেকে বিদায় নেওয়ার চাপ বাড়তে থাকে জাভির ওপর। শেষ পর্যন্ত ভিয়ারিয়ালের বিপক্ষে হারের পর ঘোষণাটা দিয়েই দিলেন জাভি। ৩০ জুনের পর আর বার্সায় থাকছেন না।
জাভির ক্লাব ছাড়ার ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে খেলোয়াড়দের মধ্যে প্রথম প্রতিক্রিয়া জানিয়েছেন গাভি।

আরও পড়ুন

জাভির অধীনে যেসব তরুণ খেলোয়াড় নিজেদের মেলে ধরার সুযোগ পেয়েছিলেন, গাভি তাঁদের অন্যতম। চোটে পড়ার আগপর্যন্ত জাভির মাঝমাঠে অন্যতম ভরসাও ছিলেন গাভি। বিদায় ঘোষণার পর জাভির সঙ্গে ছবি দিয়ে গাভি লিখেছেন, ‘জনাব, আপনার সঙ্গে শেষ পর্যন্ত আছি।’

এই ছবিটি পোস্ট করেছেন গাভি
ইনস্টাগ্রাম

এই মন্তব্যের সঙ্গে একটি ভালোবাসার ইমোজিও জুড়ে দিয়েছেন এই স্প্যানিশ মিডফিল্ডার। চোটে থাকা গাভির অবশ্য আগামী মৌসুমের আগে আর বার্সার স্কোয়াডে ফেরা হবে না। অর্থাৎ বার্সার ক্যারিয়ারের নিজের পরের অধ্যায়টা গাভি শুরু করবেন নতুন কোচের অধীনে।

আরও পড়ুন

এর আগে গাভির চোটকে দলের জন্য বড় ধাক্কা বলে মন্তব্য করেছিলেন জাভি, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। তার নিবেদন পূরণ করার মতো নয়। তার আকাঙ্ক্ষা ও সাহস অনেক।’ বিদায় বেলায় পছন্দের শিষ্যের এই আবেগ নিশ্চয়ই জাভিকেও ছুঁয়ে যাবে।