রোনালদো চান না বলে সৌদি আরবে যাবেন না যে ফুটবলার
জুভেন্টাসের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে জুন মাসে। মুক্ত খেলোয়াড় (ফ্রি এজেন্ট) হয়ে গেছেন কলম্বিয়ার হুয়ান কুয়াদ্রাদো। গুঞ্জন আছে, সৌদি আরবের ফুটবল থেকে প্রস্তাব আছে তাঁর। কিন্তু কলম্বিয়ান উইঙ্গার জানিয়ে দিয়েছেন, এখনই ইউরোপের ফুটবলে নিজের শেষ দেখছেন না। তিনি সৌদি আরবের ফুটবলে যেতে চান না।
সৌদি আরবের ফুটবলের কাঁড়ি কাঁড়ি অর্থের হাতছানি। ক্রিস্টিয়ানো রোনালদো আর করিম বেনজেমার মতো তারকা সেখানে নাম লিখিয়েছেন। তাহলে ৩৫ বছর বয়সী কুয়াদ্রাদো কেন সেখানে যেতে চান না! কারণ হিসেবে কলম্বিয়ার ফুটবলার যা বলেছেন, সেটা একটু অদ্ভুতই।
সৌদি আরবের কোন ক্লাব থেকে কুয়াদ্রাদোর প্রস্তাব এসেছে, সেটা পরিষ্কার করে জানা যায়নি। তবে সৌদি আরবে না যাওয়ার কারণ হিসেবে কুয়াদ্রাদো যা বলেছেন, সেটা শুনলে যে কারোরই মনে হবে, প্রস্তাবটা তিনি রোনালদোর ক্লাব আল নাসর থেকেই পেয়েছিলেন।
কী সেই কারণ? শোনা যাক কুয়াদ্রাদোর মুখ থেকেই, ‘এ মুহূর্তে আমি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলতে চাই। এ ছাড়া রোনালদো সেখানে আছে এবং সে আমাকে (সেখানে) চায় না!’
তাহলে কোথায় তাঁর ভবিষ্যৎ আর এ মুহূর্তে কীই–বা ভাবছেন? কুয়াদ্রাদো বলেছেন, ‘আমি নির্ভারই আছি। ভাবছি, আমার জন্য সেরা কী হবে। আমি এসব সিদ্ধান্তের ব্যাপারে ঈশ্বরের সাহায্য চাই।’ কুয়াদ্রাদো এরপর যোগ করেছেন, ‘আমার এজেন্ট আন্দ্রেই মার্তিনেজ এখন ইউরোপে আছেন এবং বিভিন্ন পরিস্থিতি নিয়ে সে আমার সঙ্গে কথা বলতে এসেছে। নিঃসন্দেহে অনেক বিকল্প আছে এবং আমরা ভেবে দেখব, কোনটা সেরা।’