ধারে চেলসিতে যোগ দেওয়া ফেলিক্স কি চ্যাম্পিয়নস লিগ খেলতে পারবেন
জোয়াও ফেলিক্সকে নিয়ে রীতিমতো জুয়া খেলেছিল আতলেতিকো মাদ্রিদ। গত মাসে ক্লাবটির প্রধান নির্বাহী মিগুয়েল আনহেল গিল ম্যারিন বলেছিলেন, ১২ কোটি ৬০ লাখ ইউরোয় ফেলিক্সকে কেনা ছিল আতলেতিকোর ইতিহাসের ‘সবচেয়ে বড় বাজি’। এবার সেই ‘বাজি’ ধরা ফুটবলারকে চেলসিতে ধারে পাঠিয়েছে আতলেতিকো। ২০২২-২৩ মৌসুমের বাকি অংশে প্রিমিয়ার লিগের ক্লাবটিতে খেলবেন ২৩ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড।
ফেলিক্সকে ধারে পেতে আগ্রহী ছিল আর্সেনাল আর ম্যানচেস্টার ইউনাইটেডও। তবে একজন স্ট্রাইকারের খোঁজে থাকা চেলসি ফেলিক্সকে বেশি অর্থের বিনিময়ে হলেও পেতে উন্মুখ ছিল।
একটি সূত্র ইএসপিএনকে জানায়, ৬ মাসের জন্য আতলেতিকোকে ধার বাবদ ১ কোটি ১০ লাখ ইউরো দিচ্ছে চেলসি। সব প্রক্রিয়া শেষ করে আজ ফেলিক্সকে দলভুক্ত করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে লন্ডনের ক্লাবটি।
চলতি শীতকালীন দলবদলে এ নিয়ে ৪ খেলোয়াড়কে দলে ভেড়াল চেলসি। ফেলিক্সের আগে স্টামফোর্ড ব্রিজে নাম লিখিয়েছেন মোনাকো থেকে বেনোইত বাদিয়াশিলে, ভাসকো দা গামা থেকে আন্দ্রে সান্তোস এবং মোলদে থেকে ডেভিড ফোফানা।
নতুন চারজনের মধ্যে ফেলিক্সকে নেওয়া হয়েছে গোল–খরা কাটানোর জন্য। এবারের প্রিমিয়ার লিগে গোলসংখ্যার দিক থেকে চেলসির অবস্থান ১৩ নম্বরে, পয়েন্টে দশে।
এরই মধ্যে লিগ কাপ থেকেও দলটি বিদায় নিয়েছে। সামনে মূল চ্যালেঞ্জ লিগে সেরা চারে থেকে মৌসুম শেষ করা, পাশাপাশি চ্যাম্পিয়নস লিগে ভালো কিছু করা। আগামী মাসে শেষ ষোলোর ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খেলবে চেলসি।
ফেলিক্স এরই মধ্যে আতলেতিকোর হয়ে চ্যাম্পিয়নস লিগে খেলে ফেলেছেন। মৌসুমের বাকি সময় তিনি চেলসির হয়ে নামতে পারবেন কি না, এ নিয়ে কৌতূহল অনেকের।
উয়েফার সর্বশেষ বিধি বলছে, ফেলিক্স চেলসির হয়েও খেলতে পারবেন। আতলেতিকো এরই মধ্যে গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে। তবে বাদ না পড়লেও খেলতে সমস্যা ছিল না ফেলিক্সের। গত বছর একই সময়ে পোর্তো থেকে লিভারপুলে যোগ দিয়ে দুই ক্লাবের হয়ে খেলেছিলেন লুইস ডিয়াজ, ২০২০ সালে সালজবুর্গ থেকে ডর্টমুন্ডে যোগ দেওয়া আর্লিং হলান্ডও উভয় ক্লাবের হয়ে খেলতে পেরেছিলেন।
চলতি মৌসুমে চেলসি তাদের শেষ ষোলোর প্রথম ম্যাচটি খেলবে ১৫ ফেব্রুয়ারি ডর্টমুন্ডের মাটিতে। নিজেদের মাটিতে দ্বিতীয় লেগের খেলা ৭ মার্চ।