রোনালদোর আরও যে ৩ রেকর্ড ছাড়িয়ে যেতে পারেন মেসি
লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানোর দ্বৈরথ ফুটবলের ইতিহাসে চিরন্তন হয়ে গেছে। প্রায় দুই দশক ধরে একে অপরের পাল্লা দিয়ে লড়ছেন এ দুজন। দুজনের ভক্ত–সমর্থকদের মাঝেও একে অপরের শ্রেষ্ঠত্ব নিয়ে চলছে ম্যারাথন লড়াই।
তবে দুজনের মুখোমুখি লড়াইয়ের সময়টা গত হয়েছে আরও আগেই। এখন দুজন আলাদা ভুবনে নিজেদের শ্রেষ্ঠত্বের ছাপ রেখে চলেছেন। মেসি খেলছেন ফরাসি লিগ ‘আ’র ক্লাব পিএসজিতে, আর রোনালদো খেলছেন সৌদি আরবের ক্লাব আল নাসরে।
তবে দুই ভুবনেও একে অপরের সঙ্গে লড়ে যাচ্ছেন এ দুজন। গতকাল রাতে যেমন ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে রোনালদোকে স্পর্শ করেছেন মেসি। দুজনের গোলই এখন ৪৯৫টি করে। এই রেকর্ডে রোনালদোকে ছাড়িয়ে যাওয়া মেসির জন্য এখন সময়ের ব্যাপার।
এর আগে কদিন আগে ইউরোপে খেলা ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি গোলে রোনালদোকে ছাড়িয়েছেন মেসি। রোনালদোর ৭০১ কে ছাড়িয়ে মেসির গোল এখন ৭০২।
প্রশ্ন হচ্ছে রোনালদোর রেকর্ড ভাঙার ধারাটা কবে শেষ হবে? মেসির সামনে ভাঙার মতো রোনালদো আর কোন রেকর্ড অপেক্ষা করছে? এই মুহূর্তে ছোটখাটো মাইলফলকগুলো বাদ দিলে মেসির সামনে অন্তত ৩টি বড় রেকর্ড আছে, যা তিনি অদূর ভবিষ্যতে ভাঙতে পারেন।
চ্যাম্পিয়নস লিগ গোল
সৌদি আরবের ক্লাব আল নাসরে চলে যাওয়ায় রোনালদোর আপাতত চ্যাম্পিয়নস লিগে খেলার কোনো সম্ভাবনা নেই। ক্যারিয়ারের সেরা সময়ে নিজেকে চ্যাম্পিয়নস লিগের রাজা হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন রোনালদো। চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ১৪১ গোল রোনালদোর। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে রোনালদো আবার ফিরবেন কি না, এটা কেউ বলতে পারেন না। তাই রোনালদোর গোল সংখ্যারও নড়চড় হওয়ার সম্ভাবনা আপাতত নেই।
তবে মেসির সম্ভাবনা আছে ১২৯ গোলকে ১৪২ এ নিয়ে যাওয়ার। তবে সে জন্য অবশ্য মেসিকে ইউরোপেই থাকতে হবে। গুঞ্জন আছে আগামী দলবদলে মেসির সৌদি ক্লাব আল হিলাল অথবা যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে যাওয়ার। এই দুই ক্লাবে চলে গেলে মেসিকে চ্যাম্পিয়নস লিগে রোনালদোর পেছনে থেকেই ক্যারিয়ার শেষ করতে হতে পারে। তবে মেসি যদি পিএসজিতে থেকে যান অথবা বার্সলোনায় ফিরে যান, তবে তাঁর সুযোগ আছে রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার। সে জন্য মেসির প্রয়োজন আরও ১৩ গোল।
চ্যাম্পিয়নস লিগ অ্যাসিস্ট
চ্যাম্পিয়নস লিগে গোলের মতো অ্যাসিস্টেও একে অপরকে টেক্কা দিয়েছেন মেসি–রোনালেদা। সামগ্রিকভাবে অ্যাসিস্টে রোনালদোর চেয়ে মেসি এগিয়ে থাকলেও চ্যাম্পিয়নস লিগের চিত্রটা কিন্তু ভিন্ন। চ্যাম্পিয়নস লিগের রোনালদোর অ্যাসিস্টের সংখ্যা ৪২টি, বিপরীতে মেসির অ্যাসিস্টের সংখ্যা ৪০। আর অন্তত এক মৌসুম খেলতে পারলে মেসির সুযোগ আছে রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার।
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল
জাতীয় দলের হয়ে রোনালদোর সর্বোচ্চ গোলের রেকর্ডকেও হুমকিতে ফেলতে পারেন মেসি। কাতারে আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ জিতে নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন মেসি। শুরুতে বিশ্বকাপের পর অবসর নেওয়ার গুঞ্জন শোনা গেলেও এখন তাঁর ২০২৬ বিশ্বকাপেও খেলার সম্ভাবনা তৈরি হয়েছে।
এরই মধ্যে আর্জেন্টিনার তিন তারকার জার্সিতে দুই ম্যাচ খেলে গোল সংখ্যা ১০২—এ নিয়ে গেছেন মেসি। আর্জেন্টাইন মহাতারকার চেয়ে আন্তর্জাতিক ফুটবলে রোনালদো ২০ গোল বেশি করেছেন। পর্তুগিজ মহাতারকার গোল সংখ্যা এখন ১২২।
ধারণা করা হচ্ছিল মেসির মতো রোনালদোও বিশ্বকাপের পর অবসরে যাবেন। কিন্তু বিশ্বকাপ ব্যর্থতা ভুলে দারুণভাবে ফিরে এসেছেন পর্তুগিজ তারকা। ইউরো বাছাইয়ে দুই ম্যাচ খেলে করেছেন ৪ গোল। তবে বয়স ও ফর্ম বিবেচনায় নিলে রোনালদোকে এই পরিংসংখ্যানেও ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে মেসির।