ক্লপের ভাষাই বুঝতে পারেন না নুনিয়েজ
বড় কিছু করার স্বপ্ন নিয়েই বেনফিকা থেকে গ্রীষ্মের দলবদলে লিভারপুলে এসেছেন দারউইন নুনিয়েজ। স্ট্রাইকার হিসেবে নিজের সামর্থ্য বেনফিকার জার্সিতেই দেখিয়েছেন উরুগুইয়ান তারকা। অ্যানফিল্ডে এসে শুরুটা কমিউনিটি শিল্ড জিতে হলেও এরপর থেকে বেশ নুনেজকে বেশ সংগ্রামই করতে হচ্ছে।
গোলমুখে ছন্দ খুঁজে পাচ্ছিলেন না, এর মাঝে বিপদ বাড়ে নিষিদ্ধ হয়ে। খারাপ সময় কাটিয়ে ছন্দে ফিরতে মরিয়া এই লিভারপুল তারকা এবার বলেছেন নতুন সমস্যার কথা। কোচ ইয়ুর্গেন ক্লপের ভাষাই নাকি তিনি বুঝতে পারেন না।
নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে সংগ্রাম করতে হচ্ছিল নুনিয়েজকে। তবে রেঞ্জার্সের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন। লিভারপুলের ২–০ গোলে জেতা ম্যাচে স্কটিশ দলটির গোলরক্ষক অ্যালান ম্যাকগ্রেগর বাধা হয়ে না দাঁড়ালে গোলও পেয়ে যেতে পারতেন নুনিয়েজ।
তবে গোল পেলেও যে সমস্যা শিগগিরই কাটছে না, সেটাই বোঝা গেল ২৩ বছর বয়সী এই ফুটবলারের কথায়। কোচ ক্লপের সঙ্গে যে ঠিকঠাক যোগাযোগই করতে পারেন না নুনিয়েজ।
রেঞ্জার্স ম্যাচের পর এই স্ট্রাইকার বলেছেন, ‘সত্যি কথা হচ্ছে, সে (ক্লপ) যখন দলের সঙ্গে কথা বলে আমি কিছুই বুঝি না। আমরা খুব বেশি কথা বলি না। আমি ইংরেজি জানি না, সে স্প্যানিশ জানে না।’
এর আগে পর্তুগিজ ক্লাব বেনফিকায় খেলেছিলেন নুনিয়েজ। ক্লপের কোচিং স্টাফে থাকা দুই সদস্য পেপ লিন্ডার্স এবং ভিটর মাতোস পর্তুগিজ বলতে পারেন। তাঁদের সাহায্য নিয়েই ক্লপের ভাষা বোঝার চেষ্টা করেন নুনিয়েজ, ‘যখন ক্লপ দলের সঙ্গে কথা বলেন, তাঁরাই (আমার) অনুবাদক। তাঁরা আমার পাশে বসেন এবং ব্যাখ্যা করেন আমাকে কী করতে হবে। যদি তাঁরা ব্যাখ্যা করতে না পারেন, কোনো ধারণা ছাড়াই আমি মাঠে প্রবেশ করি।’
সবকিছু ঠিকঠাক না বুঝলেও নুনিয়েজ অবশ্য দাবি করেছেন ক্লপের কৌশল সম্পর্কে তাঁর ভালোই ধারণা আছে। তিনি বলেছেন, ‘আমি মনে করি, দলকে খেলোনোর কৌশল তার কাছে পরিষ্কার। সে আমাদের সরল কিছু বিষয় করতে বলে। যেমন খেলার সময় ভীত না হওয়া এবং আত্মবিশ্বাসী থাকা।’
লিভারপুলের মতো ক্লাবে প্রত্যাশার চাপটা স্বাভাবিকভাবেই বেশিই থাকার কথা। ‘অল রেড’ শিবিরে আসার পর ছন্দহীনতা ও দলীয় ব্যর্থতা সেই চাপ আরও বাড়িয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে ভাষা–সমস্যাও, যা কখনো কখনো নুনিয়েজের আত্মবিশ্বাসেও ধাক্কা দিচ্ছে। তিনি বলেছেন, ‘মাঝেমধ্যে আমি কিছুটা ধোঁয়াশায় থাকি। নিজেকে পুরোপুরি আত্মবিশ্বাসী মনে হয় না।’
ক্লপ অবশ্য প্রতিনিয়ত তাঁকে উজ্জীবিত করছেন বলেই জানিয়েছেন নুনিয়েজ, ‘কোচ সব সময় আমাকে আত্মবিশ্বাস দেন। গোল আসবে। এটা অনেকটা সসের মতো। একটু বের হলে, পুরোটাই বেরিয়ে আসবে।’
প্রিমিয়ার লিগে ৯ অক্টোবর আর্সেনালের মুখোমুখি হবে লিভারপুল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে সব প্রতিবন্ধকতা কাটিয়ে নুনিয়েজের সেরাটাই দেখতে চাইবেন লিভারপুল সমর্থকেরা। ম্যাচে দারুণ কিছু করে সমালোচকদের জবাব দিতে নিশ্চয়ই উন্মুখ হয়ে থাকবেন নুনিয়েজও।