‘এনদ্রিক প্রজন্মে একজন’
১৬ জুলাই, ২০২৪—কিলিয়ান এমবাপ্পে তারিখটি হয়তো কোনো দিন ভুলবেন না। আতশবাজির আলোর ঝলকানির সঙ্গে নাচে–গানে তাঁকে সান্তিয়াগো বার্নাব্যুতে বরণ করে নিয়েছিল রিয়াল মাদ্রিদের ৮০ হাজার সমর্থক। কদিন পর অনেকটাই নীরবে রিয়াল মাদ্রিদে হয় এনদ্রিক–বরণ।
১৪ আগস্ট ২০২৪ তারিখটিও কখনো ভোলার কথা নয় এমবাপ্পের। এদিন উয়েফা সুপার কাপে রিয়ালের হয়ে অভিষেক ম্যাচেই গোল পেয়েছেন ফরাসি তারকা। আতালান্তার বিপক্ষে ২–০ গোলে জেতা সেই ম্যাচে রিয়ালের হয়ে প্রথম শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন।
কিন্তু এরপর যা হচ্ছে, সেটা হয়তো ভুলেই যেতে চাইবেন এমবাপ্পে। ১৮ আগস্ট লা লিগা অভিষেক হয় এমবাপ্পের। সেই ম্যাচে মায়োর্কার সঙ্গে রিয়ালের ১–১ ড্রয়ে গোল পাননি ফরাসি তারকা। ছিলেনও অনেকটাই নিষ্প্রভ হয়ে। ম্যাচ শেষে রিয়াল সমর্থকদের একাংশের সমালোচনার তোপে পড়েন এমবাপ্পে।
কেউ কেউ তো এক্সে এমনও মন্তব্য করেছিল, ‘(এডেন) হ্যাজার্ড ২.০। শুরুতে আপনি এখানে এটাই দেখালেন।’ আরেকজন সমর্থক হতাশা প্রকাশ করেছেন এভাবে, ‘এমবাপ্পে, বেঞ্চে থাকাই ভালো, ব্যাপার না। লজ্জাজনক এলোমেলো পারফরম্যান্স...সত্যি বলছি, দুই ঘণ্টা সময় কী বাজেই না কেটেছে!’ ‘ইউনিভার্সো এফসিবার্সেলোনা’ নামের ভেরিফায়েড একটি এক্স আইডি থেকে, ‘এমবাপ্পে টের পাচ্ছে যে সে এমন একটি লিগে এসেছে, যেটা ফারমার্স লিগ নয়।’ ফ্রেঞ্চ লিগ আঁতে শুধু পিএসজির আধিপত্যের কারণে অনেকেই এটাকে ফারমার্স লিগ বলে ডাকে!
গতকালও লা লিগায় গোল পেতে ব্যর্থ হয়েছেন এমবাপ্পে। ভায়াদোলিদের বিপক্ষে নিজেদের মাঠে ৩–০ ব্যবধানের জয়ে ৮৬ মিনিটে এমবাপ্পের বদলি হিসেবে নেমে গোল পেয়েছেন রিয়ালের আরেক নতুন খেলোয়াড় এনদ্রিক। রিয়ালের হয়ে ব্রাজিলিয়ান উঠতি তারকার অভিষেক ম্যাচ ছিল এটি। অভিষেক ম্যাচের যোগ করা সময়ে ৬ মিনিটে গোল করেন তিনি। এরপর আবার এমবাপ্পের সমালোচনা আর এনদ্রিকের প্রশংসায় মেতেছে রিয়ালের সমর্থকেরা।
এনদ্রিকের প্রশংসা করতে গিয়ে কিংবদন্তি রোনালদো নাজারিওর সঙ্গে তুলনা টেনে সামাজিক যোগাযোগমাধ্যমে একজন লিখেছেন, ‘এনদ্রিক>আর৯’। তিনি বোঝাতে চেয়েছেন এনদ্রিক রিয়ালের সাবেক স্ট্রাইকার রোনালদো নাজারিওর চেয়েও বড়! আরেকজন তো লিখেছেন, ‘প্রজন্মের একজন এনদ্রিক।’ আরেকজনের কথা, ‘এমবাপ্পে যা ৮৫ মিনিটে করতে পারেননি, এনদ্রিক তা ১০ মিনিটে করেছেন।’