২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের সূচি পেছাতে রিয়ালের অনুরোধ, শোনেনি উয়েফা

আরও একবার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিশ্চিত করার খুশি রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দেররিয়াল মাদ্রিদ টুইটার

চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ অপ্রতিরোধ্য। ছুটছে তো ছুটছেই। কোয়ার্টার ফাইনালে চেলসিকে প্রথম লেগে ২-০ গোলে হারানোর পর ফিরতি লেগেও জিতেছে একই ব্যবধানে। ৪-০ গোলে জিতে রিয়াল সেমিফাইনালে ওঠার পরই এটাও নিশ্চিত হয়েছে, শেষ চারের প্রথম লেগটা কার্লো আনচেলত্তির দল ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলবে আগামী ৯ মে। এই সূচিটা নিয়েই একটু আপত্তি ছিল রিয়াল মাদ্রিদের। উয়েফার কাছে ম্যাচটা এক দিন পিছিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু সেই অনুরোধ ফিরিয়ে দিয়ে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা জানিয়ে দিয়েছে, মাদ্রিদকে ৯ মে-ই খেলতে হবে।

সূচি অনুযায়ী, সেমিফাইনালের প্রথম লেগ হবে ৯ ও ১০ মে। ৯ সিটি অতিথি হয়ে যাবে সান্তিয়াগো বার্নাব্যুতে। পরের দিন সান সিরোতে মুখোমুখি হবে দুই মিলান, এসি মিলান ও ইন্টার মিলান। যেটাকে ধরা হবে মিলানের হোম ম্যাচ হিসেবে। ফিরতি লেগের দুটি ম্যাচ ১৬ ও ১৭ মে। ১৬ মে আবার দুই মিলান মুখোমুখি, যেটা হবে ইন্টার মিলানের হোম ম্যাচ। পরের দিন ইতিহাদে অতিথি হয়ে যাবে রিয়াল মাদ্রিদ।

চেলসির বিপক্ষে রিয়াল মাদ্রিদের গোল উদযাপন
রিয়াল মাদ্রিদ টুইটার

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, রিয়াল মাদ্রিদ চেয়েছিল প্রথম লেগটা ৯ মে না খেলে ১০ মে খেলতে। উয়েফার কাছে অনুরোধ করেছিল, দুই মিলানের প্রথম লেগের ম্যাচটা এক দিন এগিয়ে দিয়ে তাদের ম্যাচটা এক দিন পিছিয়ে দিতে। এর কারণও আছে। ৬ মে ওসাসুনার বিপক্ষে কোপা দেল রের ফাইনাল খেলবে রিয়াল মাদ্রিদ। এরপর চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রস্তুতির জন্য মাত্র ৭২ ঘণ্টা সময় পাবে কার্লো আনচেলত্তির দল। যেটা যথেষ্ট বলে মনে করছে না তারা। এক দিন পিছিয়ে ১০ মে সেমিফাইনালটা খেললে প্রস্তুতির জন্য একটু বেশি সময় পাবে রিয়াল।


কিন্তু রিয়াল মাদ্রিদের এই অনুরোধ রাখেনি উয়েফা। কোয়ার্টার ফাইনাল থেকে আসা কোন দল কবে সেমিফাইনাল খেলবে, সেটা আগেই ঠিক করে রাখা, এই যুক্তি দিয়ে রিয়ালের অনুরোধ ফিরিয়ে দিয়েছে উয়েফা। খুব স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তে খুব একটা খুশি হতে পারেনি রিয়াল। তবে অসন্তুষ্ট হলেও আপাতত মেনে নেওয়া ছাড়া কিছুই করার নেই রিয়ালের।