এস্তেভাওয়ের কাছে রেকর্ড হারানোর পর নেইমার, ‘সবাইকে মোহিত করো’

মেসিনিও নামেই ব্রাজিলিয়ান ফুটবলে পরিচিত এস্তেভাওটুইটার

১০ গোল, ৮ অ্যাসিস্ট—সব মিলিয়ে ১৮ গোলে অবদান। এটা ব্রাজিলের ‘ছোট মেসি’ এস্তেভাও উইলিয়ানের পালমেইরাসের হয়ে ব্রাজিলিয়ান সিরি ‘আ’র পারফরম্যান্স। এই পারফরম্যান্সে রেকর্ড বইয়ের একটি পাতা থেকে নেইমারের নাম মুছে দিয়েছেন ব্রাজিলের ১৭ বছর বয়সী উঠতি তারকা।

এর আগে অনূর্ধ্ব–১৭ বছর বয়সী কোনো খেলোয়াড় ব্রাজিলিয়ান সিরি ‘আ’র এক মৌসুমে এত বেশি গোলে অবদান রাখতে পারেননি। ১৫ বছর আগে ২০০৯ সালে সান্তোসের হয়ে ১৬টি গোলে অবদান রেখে রেকর্ডটি নিজের করে নিয়েছিলেন নেইমার।

নিজের রেকর্ড ভাঙার পর আল হিলালের ব্রাজিলিয়ান তারকা নেইমার তাঁর উত্তরসূরিকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে এস্তেভাওয়ের কাছে একটি চাওয়ার কথাও বলেছেন নেইমার। বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড এস্তেভাওকে এভাবেই খেলে যাওয়ার প্রেরণাও দিয়েছেন।

আরও পড়ুন
নেইমার এখন খেলছেন সৌদি আরবের ক্লাব আল হিলালের হয়ে
এএফপি

চোট কাটিয়ে ৩৬৯ দিন পর গতকাল রাতে মাঠে ফেরা নেইমার ইনস্টাগ্রাম স্টোরিতে এস্তেভাওয়ের গোল উদ্‌যাপনের একটি ছবি দিয়ে লিখেছেন, ‘রেকর্ড ভাঙার জন্য অভিনন্দন (এস্তেভাও)। তুমি এভাবে আলো ছড়িয়ে যাও এবং সবাইকে মোহিত করো।’

আগামী মৌসুমে ১৮ বছর পূর্ণ হলে চেলসিতে যোগ দেবেন এস্তেভাও। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির সঙ্গে এরই মধ্যে চুক্তি করে ফেলেছেন ব্রাজিলের উঠতি তারকা। তাঁর ট্রান্সফার ফি হতে পারে ৫ কোটি ৬০ লাখ পাউন্ড।

আরও পড়ুন