এবার ৮০ দল নিয়ে সুপার লিগের পরিকল্পনা, কী বললেন লা লিগার প্রধান
আবারও ইউরোপিয়ান সুপার লিগ (ইএসএল) নিয়ে তৎপর স্পেনের রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও ইতালির জুভেন্টাস। ইউরোপের ৬০ থেকে ৮০টি ক্লাব নিয়ে ইএসএল আয়োজনের বিশদ পরিকল্পনা হাতে নিয়েছে আয়োজকেরা।
মাদ্রিদভিত্তিক স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি এ২২–এর প্রধান নির্বাহী বার্নড রেইচার্ট ‘ইউরোপিয়ান সুপার লিগের ১০ নীতিমালা’ শিরোনামের এই পরিকল্পনা প্রকাশ করেছেন। এ২২ ইএসএল আয়োজনের সহায়তা ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার স্প্যানিশ ক্রীড়া দৈনিক এল পাইসে ইএসএলের নতুন পরিকল্পনাপত্র প্রকাশ করা হয়। যার প্রথম নীতিমালা হচ্ছে, ৬০ থেকে ৮০টি ক্লাব নিয়ে চার স্তরের লিগ আয়োজন। এই ক্লাবগুলোর বাছাই থাকবে উন্মুক্ত, কারও অবস্থান সুনির্দিষ্ট থাকবে না। যা অনেকটা উয়েফা আয়োজিত চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ এবং কনফারেন্স লিগকে এক জায়গায় এনে আয়োজনের মতো।
ইউরোপের ৫০টি ক্লাব এবং ফুটবল অংশীদারদের সঙ্গে আলোচনা করা হয়েছে জানিয়ে এ২২–এর বিবৃতিতে বলা হয়, ‘বেশির ভাগের মূল্যায়ন হচ্ছে, ইউরোপিয়ান ফুটবলের ভিত্তি হুমকির মুখে আছে। পরিবর্তনের সময় এখনই। মতামতে এটি উঠে এসেছে যে ইউরোপিয়ান ফুটবল লিগ হতে হবে উন্মুক্ত, শুধুই খেলাধুলার ভিত্তিতে, ৬০ থেকে ৮০টি ক্লাব নিয়ে বহু স্তরভিত্তিক এবং প্রতিটি ক্লাবের জন্য অন্তত ১৪টি ম্যাচ নিশ্চিত থাকবে।’
ইউরোপের ১২টি ক্লাব ২০২১ সালের এপ্রিলে সুপার লিগের ঘোষণা দিয়েছিল। সমর্থক, সরকার ও খেলোয়াড়দের চাপে ৪৮ ঘণ্টার মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, চেলসি, টটেনহাম, আর্সেনাল, এসি মিলান, ইন্টার মিলান ও আতলেতিকো মাদ্রিদ নিজেদের সরিয়ে নেয়। তবে নিজেদের সিদ্ধান্তে অটল থাকে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্টাস।
ইএসএল আয়োজকদের নতুন পরিকল্পনা সামনে আসার পর স্প্যানিশ লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস বলেন, ‘ওদের কথায় কেউ বোকা হবেন না। তারা অনেক বছর ধরেই এসব গল্প বলে যাচ্ছে। এটা বড় ক্লাবগুলো দ্বারা ইউরোপিয়ান ফুটবল ছিনতাইয়ের নতুন প্রচেষ্টা ছাড়া আর কিছু নয়।’