কিছু টের না পেয়েই পায়ে কাচের ভাঙা টুকরা নিয়ে খেললেন দুই বছর, তারপর...
২ সেন্টিমিটার আয়তনের কাচের ভাঙা টুকরা। এমন একটি কাচের টুকরা ছিল ইনাকি উইলিয়ামসের বাঁ পায়ে। অ্যাথলেটিক বিলবাওয়ের এই ফরোয়ার্ড পায়ে কাচের টুকরার অস্তিত্ব কখনো টের পাননি। এমন অদ্ভুত ব্যাপারই জানিয়েছেন বিলবাও কোচ আর্নেস্তো ভালভের্দে।
ঘানা তারকা উইলিয়ামসের বাঁ পায়ে একটি জায়গায় ব্যথা করত। মঙ্গলবার চিকিৎসকেরা সেখানে অস্ত্রোপচার করেন। এ সময় তাঁরা আবিষ্কার করেন, উইলিয়ামসের পায়ের তলায় একটি কাচের টুকরার অস্তিত্ব। চিকিৎসকেরা টুকরাটি বের করার পর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেটির ছবি পোস্ট করেন উইলিয়ামস। সেখানে দেখা যায়, বাঁ হাতে ত্রিভুজ আকৃতির কাচের টুকরাটি ধরে আছেন উইলিয়ামস।
ব্যাপারটি ব্যাখ্যা করেছেন উইলিয়ামসের ক্লাবের কোচ ভালভের্দে। তিনি জানিয়েছেন, দুই বছর আগে এক ছুটিতে কাচ মাড়িয়ে দেন উইলিয়ামস। তখন তাঁর পা কেটে গিয়ে কাচের একটি ভাঙা টুকরা ভেতরে ঢুকে পড়ে।
গতকাল ভালভার্দে এ নিয়ে সংবাদমাধ্যমকে বলেন, ‘ইনাকি উইলিয়ামস তার পায়ের তলার অংশে দুই সেন্টিমিটার আয়তনের একটি কাচের ভাঙা টুকরা নিয়ে কোপা দেল রে জয়ের পাশাপাশি টানা ম্যাচ খেলার রেকর্ড ভেঙেছে। সে আমাকে ঘটনাটা বলার অনুমতি দিয়েছে কারণ, এটা বলার মতোই ব্যাপার। কয়েক মাস ধরেই সে বলছিল, (বাঁ পায়ে) ব্যথা পাওয়ার অংশে অস্বস্তি বোধ করছে।’
ভালভের্দে এরপর আরও বলেছেন, ‘সে চিকিৎসা নিয়ে আসছিল। কোপা দেল রে (৬ এপ্রিল) ফাইনালের পর সে এমআরআই করায়। তখন তার পায়ের ভেতরে কাচের টুকরাটি ছিল। (দুই বছর আগে) তারা (চিকিৎসকেরা) দুই সেন্টিমিটার আয়তনের একটি কাচের টুকরা পায়ের ভেতরে রেখেই সেলাই করেছিল। সেটি (কাচের টুকরা) হাড় এবং পেশি তন্তুর দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছিল। (ব্যাপারটি জানার পর) আমি এবং চিকিৎসক খুব হেসেছি। কারণ এটা বিশ্বাস হচ্ছিল না।’
২৯ বছর বয়সী ইনাকি উইলিয়ামস বিলবাওয়ের হয়ে টানা ২৫১টি লিগ ম্যাচ খেলেছেন, লা লিগায় যা রেকর্ড। গত বছর জানুয়ারিতে চোট পড়ার পর তাঁর এই টানা খেলার ধারা থেমেছে। এ মৌসুমে বিলবাওয়ের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯ ম্যাচে ১৪ গোল করেছেন উইলিয়ামস। কোপা দেল রে ফাইনালে মায়োর্কার বিপক্ষে জয়ে ভাই নিকো উইলিয়ামসের সঙ্গেই খেলেছেন ইনাকি উইলিয়ামস।