বর্তমান কোচের অধীনে বেলজিয়াম দলে খেলবেন না কোর্তোয়া

থিবো কোর্তোয়ারয়টার্স

রিয়াল মাদ্রিদ গোলকিপার থিবো কোর্তোয়া জানিয়েছেন, বর্তমান কোচ ডমেনিকো তেদেস্কোর অধীনে তিনি বেলজিয়াম জাতীয় দলে খেলবেন না।

কোর্তোয়া অনেকের বিচারেই বিশ্বের অন্যতম সেরা গোলকিপার। গত বছর তেদেস্কোর সঙ্গে ঝামেলায় জড়ানোর পর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে (ইউরো) বেলজিয়াম দল থেকে বাদ পড়েন কোর্তোয়া। তাঁর জায়গায় ইউরোয় বেলজিয়ামের গোলপোস্ট আগলেছেন কোয়েন কাস্তেলস।

আরও পড়ুন

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে করা পোস্টে কোর্তোয়া বলেছেন, ‘জাতীয় দলের জার্সি পরার সম্মানটা পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করি। সেটা ১০০ বারের বেশি পরতে পারব, তা আমার দূরতম কল্পনায়ও ছিল না। দুর্ভাগ্যজনকভাবে কোচের সঙ্গে কিছু ঘটনা এবং সেসবের প্রতিফলন দেখার পর আমি সিদ্ধান্ত নিয়েছি তার অধীনে বেলজিয়াম জাতীয় দলে ফিরব না। এ বিষয়ে আমি নিজের দিক থেকে দায়দায়িত্ব নিচ্ছি। যদিও তার ওপর আমার আস্থার অভাব ও আন্তরিকতা বজায় রাখার পথে কোনো অসুবিধা তৈরি করবে না।’

চোট কাটিয়ে মাঠে ফিরে গত জুনে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়নস লিগ জয়ে বড় ভূমিকা রাখেন ৩২ বছর বয়সী কোর্তোয়া। তিনি জানিয়েছেন, বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশন (আরবিএফএ) তাঁর এই সিদ্ধান্ত এবং সিদ্ধান্তটি নেওয়ার পেছনে যুক্তিগুলো মেনে নিয়েছে।

আরও পড়ুন

কোর্তোয়া আরও বলেছেন, ‘কিছু সমর্থককে হতাশ করার জন্য আমি অনুতপ্ত। কিন্তু বেলজিয়ামের জন্য এটাই সেরা সিদ্ধান্ত বলে মনে করি। এতে একটি বিতর্কের অবসান হয় এবং দলও নিজেদের লক্ষ্যে মনোযোগী হতে পারে। আপনাদের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসার জন্য ধন্যবাদ।’

বেলজিয়াম কোচ ডমিনিক তেদেস্কো
রয়টার্স

গত জুলাইয়ে ইউরোয় শেষ ষোলোয় ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয় বেলজিয়াম। এরপরই প্রশ্ন ওঠে বেলজিয়াম দলের কোচ পদে তেদেস্কো যোগ্য ব্যক্তি কি না? ইতালিয়ান বংশোদ্ভূত এই জার্মান কোচ ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বেলজিয়াম দলের কোচের দায়িত্ব নেন। ইউরো শুরুর আগে তাঁর চুক্তির মেয়াদও বাড়ানো হয়। কিন্তু প্রায় তিন বছর র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ও ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে খেলা বেলজিয়াম তেদেস্কোর অধীনে তেমন ভালো ফল পায়নি।

আরও পড়ুন