ইন্টারনেট ভেঙে দেবে বলা সেই অতিথির নাম প্রকাশ করলেন রোনালদো

রোনালদোর সঙ্গে হাজির হচ্ছেন বিস্টরোনালদোর ইউটিউব চ্যানেল

রোববার রাতে ক্রিস্টিয়ানো রোনালদোর এক ঘোষণা ঝড় তুলেছিল ফুটবল–দুনিয়ায়। সেদিন নিজের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে সাবেক ইংলিশ ফুটবলার রিও ফার্দিনান্দের সঙ্গে আলাপচারিতায় রোনালদো শুধু এটুকুই বলেছিলেন যে তাঁর পরবর্তী অতিথি ‘ইন্টারনেট ভেঙে দেওয়ার’ মতো এক তারকা।

সে সময় অবশ্য সেই নতুন অতিথির নাম-পরিচয় গোপন রেখেছিলেন রোনালদো। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার ফার্দিনান্দের সঙ্গে এই আলাপচারিতায় রোনালদো শুধু এটুকুই বলেছিলেন যে তাঁর এই অতিথি ফার্দিনান্দের চেয়েও বেশি জনপ্রিয়।

রোনালদো-ফার্দিনান্দের এই আলাপের পর শুরু হয় নানা জল্পনাকল্পনা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে রোনালদোর সম্ভাব্য নতুন অতিথির অনুমান করতে শুরু করেন। যেখানে বেশির ভাগই বলেছিলেন লিওনেল মেসির নাম। কেউ কেউ অবশ্য জিনেদিন জিদানসহ বেশ কয়েকটি সম্ভাব্য নাম সামনে এনেছিলেন।

আরও পড়ুন

শেষ পর্যন্ত অবশ্য সেই কৌতূহল রোনালদো নিজেই মিটিয়েছেন। জানিয়ে দিয়েছেন তাঁর পরবর্তী অতিথির নাম। সেই ব্যক্তিত্বটি হলেন ইউটিউব তারকা মিস্টার বিস্ট। যিনি ইউটিউবের সবচেয়ে বড় তারকা হিসেবেও পরিচিত।

গত আগস্টে ইউটিউবে চ্যানেল খোলার পরপরই নতুন রেকর্ড গড়েন রোনালদো। মাত্র দুই ঘণ্টায় মেসিকে ছাড়িয়ে গড়েন বিশ্ব রেকর্ডও। বর্তমানে ইউটিউবে রোনালদোর সাবস্ক্রাইবারের সংখ্যা ৬ কোটি ৭০ লাখ। যদিও মিস্টার বিস্টের তুলনায় সে সংখ্যা কিছুই নয়।

বর্তমানে মিস্টার বিস্টের সাবস্ক্রাইবারের সংখ্যা ৩৩ কোটি। যা ইউটিউবে সর্বোচ্চ তো বটেই, এমনকি বিস্টের ধারেকাছেও নেই অন্য কেউ। ভারতীয় চ্যানেল টি-সিরিজ ২৭ কোটি ৯০ লাখ সাবস্ক্রাইবার নিয়ে আছে দ্বিতীয় স্থানে। এ ছাড়া আর কোনো চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ২০ কোটির ঘরে নেই।

আজ রাত ৮টায় রোনালদো-বিস্টের আলাপন ইউটিউবে প্রচারিত হবে বলে জানা গেছে।