পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ইন্টার মায়ামিকে নিয়ে আগুয়েরোকে যা বললেন মেসি
বার্সেলোনা ও আল হিলালের পরিবর্তে নিজের পরবর্তী গন্তব্য হিসেবে ইন্টার মায়ামিকে বেছে নিয়েছেন মেসি। তাঁর এ সিদ্ধান্ত অন্য অনেকের মতো অবাক করেছে বন্ধু ও সাবেক আর্জেন্টাইন ফুটবলার সের্হিও আগুয়েরোকেও। মেসির এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও লিগে ইন্টার মায়ামির অবস্থান নিয়ে দুশ্চিন্তায় আছেন সাবেক এই তারকা স্ট্রাইকার।
এমনকি এ নিয়ে তিনি মেসির সঙ্গে কথাও বলেছেন। সম্প্রতি ইএসপিএন আর্জেন্টিনাকে দেওয়া এক সাক্ষাৎকারে দুজনের কথোপকথনের বিস্তারিত তুলে ধরেছেন আগুয়েরো। এ সময় মেসির কাছ থেকে ইন্টার মায়ামির ম্যাচের টিকিট চেয়ে নিরাশ হওয়ার কথাও জানিয়েছেন আগুয়েরো।
দুই দিন ধরে মেসি–জ্বরে আক্রান্ত গোটা যুক্তরাষ্ট্র। তাঁর অভিষেকের টিকিটের দাম যেমন আকাশ ছুঁয়েছে, তেমনি তাঁর আসার ঘোষণা দেওয়ার পর ইন্টার মায়ামি সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারী সংখ্যাও বাড়ছে রকেটগতিতে। এমনকি মেসির কাছে টিকিট চেয়ে হতাশাজনক উত্তরও পেয়েছেন আগুয়েরো। তিনি বলেছেন, ‘হ্যাঁ, মেসি ইন্টার মায়ামিতে যাচ্ছে। সে আমাকে সব জায়গায় অনুসরণ করে (হাসি)। আমি মেসির কাছ ইন্টার মায়ামির ম্যাচের টিকিট চেয়েছিলাম, সে বলেছে, টিকিট সব বিক্রি হয়ে গেছে। আর কোনো টিকিট বাকি নেই। আমি বুঝতে পারছি না কী হচ্ছে।’
শুরুতে মেসির এমন সিদ্ধান্তে অবাক হয়েছিলেন উল্লেখ করে আগুয়েরো বলেছেন, ‘এটা সবার জন্যই বিস্ময়কর ছিল। কারণ, বার্সেলোনাকে ঘিরে অনেক কথা শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত শান্তির জন্য সে এ সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্য দিয়ে সারাক্ষণ জেতার যে চাপ, সেটিও সে কাটাতে পারবে।’
এরপর মেসির সঙ্গে নিজের আলাপ নিয়েও কথা বলেছেন আগুয়েরো। লিগে ইন্টার মায়ামির অবস্থান নিয়ে নিজের দুশ্চিন্তার কথাও তিনি মেসিকে জানিয়েছেন, ‘আমি গতকাল মেসির সঙ্গে কথা বলেছি। আমি তাকে ইস্টার্ন কনফারেন্সের দলগুলোর অবস্থানের একটা স্ক্রিনশট পাঠিয়েছি। বলেছি, তোমার দল অনেক পিছিয়ে আছে। তোমাদের ৮-৯ নম্বরে উঠে আসতে হবে।’
এই কথা শুনে মেসি কী উত্তর দিয়েছেন, সেটিও উল্লেখ করেছেন আগুয়েরো, ‘আমার কথা শুনে মেসি হেসে উঠল। সে বলল, আমাদের প্লে–অফ নিশ্চিত করতে হবে।’
এমএলএসের নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি কনফারেন্সের শীর্ষ সাত দল প্লে-অফের প্রথম রাউন্ডে উত্তীর্ণ হয়। যেখানে অষ্টম ও নবম দল ওয়াইল্ড কার্ড খেলার জন্য নির্বাচিত হয়। মেসির দল ইন্টার মায়ামি বর্তমানে ইস্টার্ন কনফারেন্স লিগের তলানিতে আছে। ৯ নম্বরে থাকা শার্লট এফসির সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ৬। মায়ামি অবশ্য এক ম্যাচ কম খেলেছে।
মায়ামির হয়ে অভিষেকের জন্য মেসিকে অবশ্য আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে। ধারণা করা হচ্ছে, আগামী ২১ জুলাই লিগ কাপে মেক্সিকোর লিগা এমএক্সের দল ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচে অভিষেক হতে পারে তাঁর। সেই ম্যাচের পর লিগে মায়ামির আরও ১২ ম্যাচ বাকি থাকবে। সেই ম্যাচগুলো দিয়েই ক্লাবের ভাগ্য বদলাতে হবে মেসিকে।
এদিকে মেসিকে পাওয়ার অপেক্ষায় আছে ইন্টার মায়ামিও। এক বিবৃতিতে তারা বলেছে, ‘মেসি এই গ্রীষ্মে ইন্টার মায়ামি ও মেজর লিগ সকারে খেলার ইচ্ছা পোষণ করায় আমরা আনন্দিত। যদিও সবকিছু চূড়ান্ত হতে আরও কিছু সময় বাকি আছে। আমরা নিজেদের লিগে সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়টিকে স্বাগত জানাতে মুখিয়ে আছি।’