২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

২০২৬ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি

আর্জেন্টিনাকে কাতার বিশ্বকাপ জিতিয়েছেন কোচ লিওনেল স্কালোনিছবি: রয়টার্স

আর্জেন্টিনা কাতারে গত ডিসেম্বরে বিশ্বকাপ জেতার পরই প্রশ্ন উঠেছিল। লিওনেল স্কালোনির সঙ্গে কবে চুক্তির মেয়াদ বাড়াবে আর্জেন্টিনা? সে প্রশ্নের জবাব খুঁজতে খুঁজতে গত ৩১ ডিসেম্বর তাঁর চুক্তির মেয়াদও ফুরিয়ে যায়। জানুয়ারি পেরিয়ে ফেব্রুয়ারি শেষ হওয়ার পথে কারও কারও মনে হয়তো সন্দেহও জেগেছিল, চুক্তি হবে তো!

আরও পড়ুন

কিন্তু জানাই ছিল, ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো কোচের সঙ্গেই চুক্তি নবায়ন করবে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। শেষ পর্যন্ত চুক্তিটা নবায়ন হলো। লিওনেল স্কালোনির সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ফিফার বর্ষসেরা পুরষ্কারের অনুষ্ঠানে অংশ নিতে প্যারিসে রয়েছেন স্কালোনি। সেখানে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে বৈঠকের পর চুক্তি নবায়ন করেন ৪৪ বছর বয়সী এ কোচ। এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

প্যারিসে ক্লদিও তাপিয়ার সঙ্গে লিওনেল স্কালোনি
ছবি: টুইটার

অর্থাৎ, কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনার কোচ পদে দেখা যাবে স্কালোনিকে। এএফএ-র বিবৃতিতে বলা হয়, ‘২০২৬ সাল পর্যন্ত জাতীয় দলের কোচের মেয়াদ বাড়ানোর কাজ সম্পন্ন করেছেন ক্লদিও তাপিয়া এবং লিওনেল স্কালোনি।’

আরও পড়ুন
আরও পড়ুন

নিওয়েলস ওল্ড বয়েজ, লাৎসিও ও মায়োর্কায় খেলা স্কালোনি আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক রাইটব্যাক। ২০১৫ সালে পেশাদার ফুটবল ছাড়ার পর সেভিয়ায় হোর্হে সাম্পাওলির কোচিং স্টাফে যোগ দেন। সাম্পাওলি আর্জেন্টিনার দায়িত্ব নেওয়ার পর স্কালোনিও যোগ দেন তাঁর সঙ্গে। ২০১৮ বিশ্বকাপের শেষ ষোলো আর্জেন্টিনার বিদায়ের পর ছাঁটাই হন সাম্পাওলি। এরপর স্কালোনির কাঁধে আর্জেন্টিনা কোচের দায়িত্ব ‍তুলে দেওয়া হয়। চার বছর পর কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন বানিয়ে আস্থার দারুণ প্রতিদানই দেন এই কোচ। আর্জেন্টিনার হয়ে এ পর্যন্ত ৫৭ ম্যাচে ৩৭ জয়, ১৫ ড্র ও ৫ ম্যাচে হেরেছেন স্কালোনি।

এএফএ সভাপতি তাপিয়া তাঁর প্রশংসা করে বলেছেন, ‘যখন আত্মবিশ্বাস তুঙ্গে এবং দুই পক্ষের বোঝাপড়াও ভালো, তাই বিশ্ব চ্যাম্পিয়ন কোচ লিওনেল স্কালোনির সঙ্গেই আমরা জাতীয় দলের প্রকল্প এগিয়ে নিয়ে আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছি।’