গোল করে জোকোভিচের মতো উদ্‌যাপন, জোকোভিচকেই গোল উৎসর্গ মেসির

আজ বদলি নামার ২ মিনিটের মধ্যে গোল করেছেন লিওনেল মেসিছবি: রয়টার্স

একজন ফুটবলের মহাতারকা, অন্যজন টেনিসের। তবে লিওনেল মেসি ও নোভাক জোকোভিচের বন্ধুত্বটা বেশ পুরোনো। এই মুহূর্তে দুজন আবার একই শহরে অবস্থান করছেন।

মায়ামি ওপেন খেলতে জোকোভিচ গেছেন মেসির শহর মায়ামিতে। কাল গ্রিগর দিমিত্রভের বিপক্ষে জোকোভিচের সেমিফাইনাল দেখতে পরিবার নিয়ে হার্ড রক স্টেডিয়ামেও গিয়েছিলেন মেসি।

গতকাল পরিবার নিয়ে জোকোভিচের খেলা দেখতে গিয়েছিলেন মেসি
ছবি: এক্স

রেকর্ড ২৪ গ্র্যান্ড স্লামের মালিক জোকোভিচ রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসিকে হতাশ করেননি। দিমিত্রভকে ৬–২, ৬–৩ গেমে হারিয়ে পৌঁছে গেছেন ফাইনালে।

আজ ঝলক দেখিয়েছেন মেসি। ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে বদলি নামার ২ মিনিটের মধ্যে করেছেন তাঁর ‘ট্রেডমার্ক’ গোল। এরপর জোকোভিচের ফোরহ্যান্ড শটের মতো উদ্‌যাপন করে গোলটা তাঁকে উৎসর্গ করেছেন।

চোটের কারণে সম্প্রতি আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলতে পারেননি মেসি। ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাচেরানোও আজ তাঁকে শুরু থেকে খেলানোর ঝুঁকি নেননি। মাচেরানো মেসিকে নামিয়েছিলেন ম্যাচের ৫৫ মিনিটে। লুইস সুয়ারেজের পাস থেকে গোলটা এসেছে ৫৭ মিনিটে।

ম্যাচের ৫৫ মিনিটে বদলি নামেন মেসি
ছবি: রয়টার্স

বক্সের ডান পাশে বল পেয়ে ফিলাডেলফিয়ার এক ডিফেন্ডারকে কাটিয়ে কিছুটা এগিয়ে যান মেসি। এরপর বাঁ দিকে নিচু করে নেওয়া শাটে গোলকিপারকে ফাঁকি দেন। এই গোলে বলের জোগান যেহেতু বন্ধুপ্রতিম সতীর্থ সুয়ারেজ দিয়েছেন, তাই সবার আগে তাঁর আলিঙ্গনে বাঁধা পড়েছেন।

এরপর আকাশপানে চেয়ে দুই হাত উঁচিয়ে সৃষ্টিকর্তাকে স্মরণ করেছেন। তারপর হাঁটতে হাঁটতে জোকোভিচের ফোরহ্যান্ড শটের ভঙ্গিতে উদ্‌যাপন, যা চেজ স্টেডিয়ামে খেলা দেখতে যাওয়া দর্শকদের বাড়তি বিনোদন দিয়েছে।

ম্যাচটা ২–১ ব্যবধানে জিতে এমএলএসের ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট তালিকার শীর্ষেই আছে ইন্টার মায়ামি। দলটির পরের ম্যাচ বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে। সেদিন কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে খেলবেন মেসি–সুয়ারেজরা।

আরও পড়ুন

আর জোকোভিচ আজ রাতে মায়ামি ওপেনের ফাইনালে খেলবেন চেক প্রজাতন্ত্রের তরুণ ইয়াকুব মেনসিকের বিপক্ষে।