‘যেয়ো না’—দি মারিয়ার কাছে তাঁর বড় মেয়ের আকুতি

স্ত্রী–সন্তানদের সঙ্গে দি মারিয়াইনস্টাগ্রাম

গত বছরের নভেম্বরে নিজের বিদায়ের দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন আনহেল দি মারিয়া। জানান, কোপা আমেরিকার পরই তিনি আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি তুলে রাখবেন। ইনস্টাগ্রামে নিজের বিদায় নিয়ে দি মারিয়া লিখেছিলেন, ‘কোপা আমেরিকা হবে আর্জেন্টিনার জার্সিতে আমার শেষ টুর্নামেন্ট। হৃদয়ের গভীরের কষ্ট ও বিষাদ কণ্ঠে আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর জিনিসটাকে বিদায় জানাব।’

দি মারিয়া কোপার পর বিদায়ের কথা বললেও আর্জেন্টিনা অবশ্য তাঁর জন্য প্যারিস অলিম্পিকের দুয়ার খোলা রাখার কথা জানিয়েছে। তবে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে প্যারিস অলিম্পিকে না খেলার বিষয়টি নিশ্চিত করেন দি মারিয়া নিজেই।

আরও পড়ুন

জানুয়ারির শেষ দিকে সংবাদমাধ্যমটিকে দি মারিয়া বলেছিলেন, ‘কোপা আমেরিকাতেই আমার শেষ।’ এ কথার মধ্য দিয়ে প্যারিস অলিম্পিকে খেলার সম্ভাবনাও নাকচ করেন বিশ্বকাপজয়ী এ উইঙ্গার। এরপরও অবশ্য আশা ছাড়ছেন না অনেক দি মারিয়া–ভক্ত। তাঁদের প্রত্যাশা, শেষ পর্যন্ত দি মারিয়া হয়তো তাঁর সিদ্ধান্ত থেকে সরে এসে অলিম্পিকে খেলবেন।

মেয়ের স্টোরি শেয়ার করেছে দি মারিয়াও
ইনস্টাগ্রাম

দি মারিয়াকে যাঁরা খেলা চালিয়ে যেতে দেখতে চান, তাঁদের দলে যোগ দিয়েছে তাঁর ১১ বছর বয়সী বড় মেয়ে মিয়া দি মারিয়াও। ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি পোস্ট করে এই দাবি করেছে মিয়া। সেখানে দেখা যায়, দি মারিয়ার ছবিসংবলিত একটি পোস্টার।

যার শিরোনামে লেখা ‘দ্য লাস্ট ডান্স’। এই ছবির সঙ্গে মিয়া ক্যাপশন লিখেছে, ‘যেয়ো না।’ এ ক্যাপশনের সঙ্গে দুটি ইমোজিও জুড়ে দিয়েছে মিয়া। একটি হচ্ছে চিন্তিত মুখের ছবি এবং অন্যটি হচ্ছে আর্জেন্টিনার পতাকা।

আরও পড়ুন

মেয়ের ফিরে আসার ডাকে সরাসরি কোনো উত্তর না দিলেও সেই পোস্ট দি মারিয়া নিজের স্টোরিতে শেয়ার করেছেন। যেখানে হৃদয়ের বড় একটি ইমোজি জুড়ে দিয়েছেন বর্তমানে বেনফিকায় খেলা এই ফুটবলার। তাঁর এমন উত্তর অবশ্য কৌতূহলী করে তুলেছে আর্জেন্টিনা ও দি মারিয়ার ভক্তদের। মেয়ের ডাকে সাড়া দিয়ে শেষ পর্যন্ত দি মারিয়া তাঁর ক্যারিয়ারকে কোপা আমেরিকা পেরিয়ে অলিম্পিকে নিয়ে যাবেন কি না, সেটাই এখন দেখার অপেক্ষা।