পারস্য গালিচা উপহার, সেলফির জন্য হাহাকার—ইরানে রোনালদো–জ্বর
ক্রিস্টিয়ানো রোনালদো এখন ইরানে। আজ বাংলাদেশ সময় রাত ১২টায় তাঁর দল আল নাসর এএফসি চ্যাম্পিয়নস লিগে ইরানের ক্লাব পার্সেপোলিসের বিপক্ষে খেলবে। এশিয়ান ফুটবল কনফেডারেশনের তথ্য অনুযায়ী, পার্সেপোলিস এশিয়ার সবচেয়ে জনপ্রিয় দল।
এশিয়ার সবচেয়ে জনপ্রিয় সেই দলের বিপক্ষে খেলতে যাওয়া রোনালদোকে ঘিরে ইরানে চলছে উন্মাদনা। ইরানে যে পর্তুগালের তারকা ফুটবলার কতটা জনপ্রিয়, সেটা বোঝা গেছে আল নাসর ইরানের তেহরানে পৌঁছানোর পর।
এমনিতেই সৌদি আরবের ক্লাব আল নাসরের ইরান সফরের অন্য রকম মাহাত্ম্য আছে। এই সফরের আগে সৌদি আরব সরকার ও দেশটির ফুটবল ফেডারেশন সৌদি নাগরিকদের ইরান ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, যেটা সাত বছর ধরে ছিল।
সৌদি আরবের সরকার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কারণেই ইরানের ফুটবলপ্রেমীরা আল নাসরের হয়ে খেলতে আসা রোনালদো, সাদিও মানে, মার্সেলো ব্রোজোভিচ আর এমেরিক লাপোর্তের মতো তারকাদের নিজেদের মাঠে বসে দেখতে পারবে।
মানে, ব্রোজোভিচ, লাপোর্তেও ইরানের ফুটবলপ্রেমীদের কাছে বড় তারকাই। তবে রোনালদোর জনপ্রিয়তার ধারেকাছেও নেই তাঁরা। আল নাসর দল বিমানবন্দরে নামার পর রোনালদোকে স্বাগত জানানো হয় ইরানের বিখ্যাত পারস্য গালিচা উপহার দিয়ে। সেই গালিচায় আবার রোনালদোর নাম খচিত।
সৌদি আরবের সরকার ইরানকে অনুরোধ করেছিল, রোনালদো-মানেসহ আল নাসরের সব খেলোয়াড়কে যেন অবারিতভাবে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেওয়া হয়। সেই অনুরোধ অবশ্য পুরোপুরি রাখেনি ইরান সরকার। ইরানের সংস্কৃতিমন্ত্রী এজ্জাতোল্লাহ জারগামি বলেছেন, ইরান থেকে পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ করতে সেখানকার অ্যাপ ইতা ও বাল্লাহ ইনস্টল করতে হবে।
ইরানে রোনালদোর প্রথম কয়েক ঘণ্টা অন্য রকম কেটেছে। আল নাসরের বাস যেখানেই গেছে, ঘিরে ধরেছে রোনালদোর ভক্তদের দল। আল নাসর দল হোটেলে পৌঁছানোর পর রোনালদোর ভক্তদের সামলাতে গলদঘর্ম হতে হয়েছে নিরাপত্তাকর্মীদের।
ইরানের ফুটবলপ্রেমীরা রোনালদোর কাছাকাছি যেতে যেন জীবন বাজি রাখছিল। প্রিয় তারকার সঙ্গে একটি সেলফির জন্য হাহাকার করতে দেখা গেছে অনেককে। পরিস্থিতি বেগতিক দেখে আল নাসরের গতকালের অনুশীলন সেশনও বাতিল করতে হয়েছে।