চ্যাম্পিয়নস লিগ : কোন দলের সামনে কী সমীকরণ

আজ রাতে চ্যাম্পিয়নস লিগে একাধিক দলের ভাগ্য নির্ধারণ হয়ে যাবেছবি : উয়েফা

চ্যাম্পিয়নস লিগে আজ রাতে ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ গ্রুপের খেলা অনুষ্ঠিত হবে।

এই চার গ্রুপের সব কটি ক্লাবই ৪টি করে ম্যাচ খেলেছে। ‘হোম’ ও ‘অ্যাওয়ে’ ভিত্তিতে আরও ২টি করে ম্যাচ খেলবে ক্লাবগুলো। যেহেতু ৪টি করে ম্যাচ হয়েছে, তাই শেষ ষোলোয় ওঠার হিসাব-নিকাশও শুরু হয়ে গেছে।

আজ রাতে যেসব গ্রুপের ম্যাচ হবে, সেসব গ্রুপে কোন দলের সামনে কী সমীকরণ, সেসব জেনে নেওয়া যাক—

‘এ’ গ্রুপ

বায়ার্ন মিউনিখ, কোপেনহেগেন, গালাতাসারাই ও ম্যানচেস্টার ইউনাইটেড

গ্রাফিকস : মো. আসাদ আলী

আজ রাতের ম্যাচ : গালাতাসারাই বনাম ম্যানচেস্টার ইউনাইটেড ও বায়ার্ন মিউনিখ বনাম কোপেনহেগেন।

* গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ।

* আজ রাতে নিজেদের পঞ্চম ম্যাচের ফল যা–ই হোক না কেন, শেষ ষোলোয় ওঠা কিংবা বাদ পড়া নিশ্চিত হবে না কোপেনহেগেন ও গালাতাসারাই।

* গালাতাসারাইয়ের কাছে হারলে শীর্ষ দুইয়ে থেকে গ্রুপ পর্ব শেষ করতে পারবে না ম্যানচেস্টার ইউনাইটেড। কোপেনহেগেন বায়ার্নকে হারালে এবং ম্যানচেস্টার ইউনাইটেড গালাতাসারাইয়ের কাছে হারলে গ্রুপে চতুর্থ স্থান নিশ্চিত হবে ইংলিশ ক্লাবটির।

‘বি’ গ্রুপ

আর্সেনাল, পিএসভি আইন্দহফেন, লাঁস ও সেভিয়া

গ্রাফিকস : মো. আসাদ আলী

আজ রাতের ম্যাচ : সেভিয়া বনাম পিএসভি ও আর্সেনাল বনাম লাঁস।

* লাঁসের বিপক্ষে হার এড়াতে পারলেই শেষ ষোলোয় উঠবে আর্সেনাল। কিংবা পিএসভি সেভিয়ার কাছে হারলেও শেষ ষোলো নিশ্চিত হবে ইংলিশ ক্লাবটির। পিএসভি নিজ ম্যাচে জিততে না পারলে এবং লাঁসের বিপক্ষে জিতলে কিংবা ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হবে আর্সেনালের।

* লাঁস আর্সেনালের কাছে হারলে এবং সেভিয়ার বিপক্ষে নিজেদের ম্যাচটা জিতলে শেষ ষোলোয় উঠবে পিএসভি।

* পিএসভি সেভিয়াকে হারালে এবং আর্সেনালের বিপক্ষে নিজেদের ম্যাচটা হারলে শীর্ষ দুইয়ে থেকে গ্রুপ পর্ব শেষ করতে পারবে না লাঁস।

* পিএসভির কাছে হারলে কিংবা ড্র করলে এবং লাঁস যদি আর্সেনালকে হারায়, তাহলে শীর্ষ দুইয়ে থেকে গ্রুপ পর্ব শেষ করতে পারবে না সেভিয়া।

‘সি’ গ্রুপ

রিয়াল মাদ্রিদ, নাপোলি, ব্রাগা ও ইউনিয়ন বার্লিন

গ্রাফিকস : মো. আসাদ আলী

আজ রাতের ম্যাচ : রিয়াল মাদ্রিদ বনাম নাপোলি ও ব্রাগা বনাম ইউনিয়ন বার্লিন

* রিয়াল মাদ্রিদ শেষ ষোলো নিশ্চিত করেছে আগেই। নাপোলির বিপক্ষে হার এড়াতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত রিয়ালের।

* রিয়াল মাদ্রিদকে হারাতে পারলে শেষ ষোলোয় উঠবে নাপোলি। তবে রিয়ালের বিপক্ষে ড্র করলে এবং ব্রাগা যদি বার্লিনকে হারাতে না পারে কিংবা হেরে যায় তাহলে শেষ ষোলো নিশ্চিত নাপোলির।

* ইউনিয়ন বার্লিনের কাছে হারলে ব্রাগা শীর্ষ দুইয়ে থেকে গ্রুপ পর্ব শেষ করতে পারবে না। ব্রাগা ড্র করলে এবং নাপোলি যদি রিয়ালের কাছে না হারে কিংবা জেতে তাহলেও শীর্ষ দুইয়ে থেকে গ্রুপ পর্ব শেষ করতে পারবে না তারা। তবে নাপোলি জেতার পাশাপাশি ব্রাগাও নিজ ম্যাচে জিতলে গ্রুপে তৃতীয় স্থান নিয়ে ইউরোপা লিগের প্লে–অফে নেমে যাবে বেলজিয়ামের ক্লাবটি।

* ইউনিয়ন বার্লিন শীর্ষ দুইয়ে থেকে গ্রুপ পর্ব শেষ করতে পারবে না। হারলে চতুর্থ স্থান নিশ্চিত।

‘ডি’ গ্রুপ

রিয়াল সোসিয়েদাদ, ইন্টার মিলান, সালজবুর্গ ও বেনফিকা

গ্রাফিকস : মো. আসাদ আলী

আজ রাতের ম্যাচ : বেনফিকা বনাম ইন্টার মিলান ও রিয়াল সোসিয়েদাদ বনাম সালজবুর্গ

* রিয়াল সোসিয়েদাদ ও ইন্টার মিলানের শেষ ষোলো নিশ্চিত।

* শীর্ষ দুইয়ে থেকে গ্রুপ পর্ব শেষ করতে পারবে না সালজবুর্গ। বেনফিকার চেয়ে বেশি পয়েন্ট পেলে গ্রুপে তৃতীয় হয়ে ইউরোপা লিগ নকআউট প্লে–অফে নেমে যাবে সালজবুর্গ।

* শীর্ষ দুইয়ে থেকে গ্রুপ পর্ব শেষ করতে পারবে না বেনফিকা। সালজবুর্গের চেয়ে কম পয়েন্ট পেলে চতুর্থ স্থান নিশ্চিত হবে পর্তুগিজ ক্লাবটির।