প্রস্তুতিতে বায়ার্নকে হারিয়ে আগাম বার্তা দিল ম্যান সিটি

বায়ার্নের বিপক্ষে গোলের পর সিটির উদ্‌যাপনছবি: টুইটার

প্রীতি ম্যাচের ট্যাগ লাগানো থাকলেও ম্যাচগুলো শুধুই প্রীতি ম্যাচ নয়। জয়–পরাজয়ে তেমন কোনো লাভ–ক্ষতি না থাকলেও এই ম্যাচগুলোকে পাখির চোখ করেন কোচরা। খেলোয়াড় নির্বাচন থেকে শুরু করে কৌশল নির্ধারণ—সবকিছুতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ম্যাচগুলো। আজ তেমনই এক ম্যাচে জাপানের রাজধানী টোকিওতে বায়ার্ন মিউনিখকে ২–১ হারিয়েছে ম্যানচেস্টার সিটি।

এদিন ৮৬ মিনিট পর্যন্ত ১–১ সমতাতেই ছিল ম্যাচ। তবে শেষ মুহূর্তে সিটির হয়ে বাজিমাত করেন অ্যামেরিক লাপোর্ত। ম্যাচের প্রথমার্ধে সিটিকে এগিয়ে দেন ২০ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার জেমস ম্যাকঅ্যাটি। ৮১ মিনিটে বায়ার্নকে সমতায় ফেরান ম্যাথিয়াস টেল। তবে ৫ মিনিট পর ফের লিড নিয়ে ম্যাচ জিতে নেয় গত মৌসুমে ট্রেবলজয়ীরা।

আরও পড়ুন

ম্যাচে দুই দলের লক্ষ্য ছিল যত বেশি সম্ভব খেলোয়াড়কে খেলার সুযোগ করে দেওয়া। সিটি গোলরক্ষক এদেরসন ছাড়া সবাইকে বদল করেছে। বেঞ্চ থেকে মাঠে নামেন আর্লিং হলান্ড, রদ্রি, জোয়াও কানসেলোসহ ১০ জন। এর মধ্যে গত মৌসুমের শেষ ভাগে ধারে সিটি থেকে বায়ার্ন মিউনিখে খেলেছিলেন কানসেলো। মূলত পেপ গার্দিওলার সঙ্গে বিরোধের জেরেই সে সময় সিটি ছাড়তে হয়েছিল কানসেলোকে।

অন্যদিকে বায়ার্ন ১১ জনের সবাইকে বদলি হিসেবে তুলে নেয়। এমনকি বদলি খেলোয়াড়কেও বদলি করেছে তারা। ৪৫ মিনিটে কিংসলে কোমানের জায়গায় মাঠে নামেন পল ওয়ানার। যাঁকে আবার তুলে নেওয়া হয় ৮৩ মিনিটে। একইভাবে মাঠে নামানোর পর তুলে নেওয়া হয় গ্যাব্রিয়েল ভিডোভিচকেও।

সিটি এদিন দলবদলে ক্লাব ছাড়ার গুঞ্জনে থাকা কাইল ওয়াকারকে খেলিয়েছে ম্যাচের শুরু থেকেই। বিরতির পর অবশ্য তাঁকে উঠিয়ে কানসেলোকে মাঠে নামান গার্দিওলা। অন্যদিকে বায়ার্নও বিরতির পর খেলিয়েছে দলবদলে ক্লাব ছাড়ার পথে থাকা সাদিও মানেকে। ৪৬ মিনিটে মাঠে নামা মানে অবশ্য ম্যাচে তেমন কোনো পার্থক্য তৈরি করতে পারেননি। আগামী মৌসুমে মানের সৌদি আরবের লিগে খেলার জোর গুঞ্জন শোনা যাচ্ছে।

আরও পড়ুন

এদিকে সিটি যখন জাপানে প্রস্তুতি ম্যাচে খেলছে, তখন ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, ক্রোয়েশিয়ান ডিফেন্ডার ইওস্কো গাভারদিওলকে পেতে ৮ কোটি ৬০ লাখ পাউন্ডের প্রস্তাব দিয়েছে সিটি। ইংলিশ চ্যাম্পিয়নদের এই প্রস্তাবে রাজি হলে গাভারদিওল হবেন ইতিহাসের সবচেয়ে দামি ডিফেন্ডার। এর আগে ৮ কোটি পাউন্ডে লেস্টার সিটি থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে এসে সবচেয়ে দামি ডিফেন্ডারের তকমা নিজের করে নিয়েছিলেন হ্যারি ম্যাগুয়ার।

আরও পড়ুন

তবে ক্রোয়াট ডিফেন্ডার গাভারদিওলের জন্য এটিই সিটির প্রথম প্রস্তাব নয়। কদিন আগে তাঁর জন্য ৭ কোটি ৭০ লাখ পাউন্ডের প্রস্তাব দিয়েছিল সিটি। কিন্তু সিটির সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল লাইপজিগ। এবার নতুন প্রস্তাবে তারা কি জবাব দেয়, সেটাই দেখার অপেক্ষা।