২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

জাতীয় দলের কোচ হতে চান গার্দিওলা

ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাএএফপি

ইউরোপিয়ান ক্লাব ফুটবলে কোচিংয়ে কোনোকিছু জিততে তাঁর বাকি নেই। ইংল্যান্ড, জার্মানি ও স্পেনে জিতেছেন লিগ। বাদ যায়নি চ্যাম্পিয়নস লিগও। এ ছাড়া ক্লাব বিশ্বকাপের পাশাপাশি এই তিন দেশে বিভিন্ন কাপ প্রতিযোগিতাও জিতেছেন পেপ গার্দিওলা। স্প্যানিশ এই কোচের ক্যারিয়ারে তাহলে পরবর্তী পদক্ষেপ কী? উত্তরটা গার্দিওলাই দিয়েছেন। একটি বড় টুর্নামেন্টে জাতীয় দলের কোচ হিসেবে ডাগ আউটে দাঁড়াতে চান এই স্প্যানিশ কোচ।

আরও পড়ুন

ম্যানচেস্টার সিটির সঙ্গে গার্দিওলার বর্তমান চুক্তির মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত। ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর সম্ভাবনাও আছে তাঁর। জাতীয় দল ঘিরে গার্দিওলাকে ঘিরে এর আগে গুঞ্জন যে শোনা যায়নি, তা নয়।

ব্রাজিল, ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র ঘিরে গুঞ্জনটি শোনা গিয়েছিল—তিনি এই তিন দেশের যেকোনো একটির দায়িত্ব নিতে পারেন। কিন্তু শেষ পর্যন্ত সেসব গুঞ্জনই থেকে গেছে। এবার গার্দিওলা নিজে থেকেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। জানিয়েছেন, বিশ্বকাপ, ইউরো ও কোপা আমেরিকার মতো বড় টুর্নামেন্টে কোনো জাতীয় দলকে দেখভাল করতে চান।

কোচ হিসেবে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে প্রায় সব শিরোপাই জিতেছেন গার্দিওলা
এএফপি

ইএসপিএন ব্রাজিল ৫৩ বছর বয়সী এই কোচের কাছে জানতে চেয়েছিল, অর্জনের দিক থেকে তাঁর ক্যারিয়ারে আর কী বাকি আছে? গার্দিওলা বলেছেন, ‘জাতীয় দল। বিশ্বকাপ কিংবা ইউরোয় জাতীয় দলের দায়িত্ব নিতে চাই।’ এ ক্ষেত্রে গার্দিওলার নিজের কোনো পছন্দ আছে কি না, সেটাও জানতে চাওয়া হয়েছিল। মানে পছন্দের কোনো দেশ আছে কি না। গার্দিওলার উত্তর, ‘জানি না, কোন দেশ আমাকে চাইবে! জাতীয় দলের জন্য কাজ করতে তাদের আমাকে চাইতে হবে, যেভাবে ক্লাব চায়।’

আরও পড়ুন

কোচিং ক্যারিয়ারে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ এবং বর্তমানে সিটির দায়িত্বে থাকা গার্দিওলা ৩২টি বড় শিরোপা জিতেছেন। তবে বিশ্বকাপ, ইউরো কিংবা কোপা আমেরিকার মতো টুর্নামেন্ট জিততে চান, এমন কোনো লক্ষ্য স্থির করেননি। সেটাই জানিয়েছেন গার্দিওলা, ‘এভাবে কখনো ভাবিনি। (কোচিংয়ে) নামার পর কখনো লিগ কিংবা চ্যাম্পিয়নস লিগ জেতা নিয়ে ভাবিনি। ভেবেছিলাম, আমার একটা চাকরি আছে। এ পর্যন্তই।’

গার্দিওলা এরপর বলেছেন, ‘বিশ্বকাপ, ইউরো কিংবা কোপা আমেরিকায় কেমন লাগে, সেই অভিজ্ঞতা নিতে চাই। জানি না, এটা কবে হবে। এখন থেকে ৫, ১০ কিংবা ১৫ বছরও লেগে যেতে পারে। তবে বিশ্বকাপে কোচিংয়ের অভিজ্ঞতাটা নিতে চাই।’

আরও পড়ুন