গোলের রেকর্ড গড়ে প্রিমিয়ার লিগের মাসসেরা হলান্ড
ইংলিশ প্রিমিয়ার লিগে স্বপ্নের মতো শুরু পেয়েছেন আর্লিং হলান্ড। বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে আসার পর প্রথম মাসেই বইয়ে দিয়েছেন গোলবন্যা, যার স্বীকৃতিও পেয়ে গেলেন দ্রুতই। লিগের আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এই স্ট্রাইকার।
কমিউনিটি শিল্ডের লড়াই দিয়ে ইংলিশ ফুটবলে আনুষ্ঠানিক যাত্রাটা শুরু করেছিলেন হলান্ড। সেই ম্যাচে একাধিক সুযোগ হাতছাড়া করে সমালোচিতও হয়েছিলেন তিনি। অনেকেই ভবিষ্যদ্বাণী করে বলেছিলেন, প্রিমিয়ার লিগের যাত্রাটা কঠিনই হবে হলান্ডের জন্য। সেই ভবিষ্যদ্বাণীকে অমূলক প্রমাণ করতে খুব বেশি সময় নেননি নরওয়েজীয় তারকা। লিগে নিজের প্রথম ম্যাচেই করেন জোড়া গোল। যদিও সেটা ছিল শুধুই শুরু।
দ্বিতীয় ম্যাচে গোল না পেলেও তৃতীয় ম্যাচে আবার লক্ষ্যভেদ করেন হলান্ড।
চতুর্থ ও পঞ্চম ম্যাচে ক্রিস্টাল প্যালেস ও নটিংহাম ফরেস্টের বিপক্ষে আদায় করে নেন টানা দুই হ্যাটট্রিক। সর্বশেষ এ মাসে অ্যাস্টন ভিলার বিপক্ষে হার এড়ানো গোলটিও ছিল তাঁর। সব মিলিয়ে আগস্ট মাসে প্রিমিয়ার লিগে ৫ ম্যাচ খেলে হলান্ড গোল করেছেন ৯টি, যা প্রতিযোগিতার ইতিহাসে মৌসুমের শুরুর মাসে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গোল। আর সব মিলিয়ে কোনো মাসে তাঁর চেয়ে বেশি গোল করেছেন কেবল লুইস সুয়ারেজ।
২০১৩ সালের ডিসেম্বর মাসে লিভারপুলের হয়ে ১০ গোল করেছিলেন সুয়ারেজ। আর এখন পর্যন্ত লিগে হলান্ডের গোল ৬ ম্যাচে ১০টি। মাসসেরা খেলোয়াড় হওয়ার প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত হলান্ড বলেছেন, ‘প্রথমবারের মতো এই পুরস্কার জিতে আমি আনন্দিত। মৌসুমে দলের শুরুটাও অবিশ্বাস্য ছিল। যাঁরা ভোট দিয়েছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞ।’
ব্যক্তিগত অর্জনের পাশাপাশি দলের সামগ্রিক পারফরম্যান্সেও তৃপ্ত হলান্ড। দলের পারফরম্যান্সে নিজের অবদান রাখতে পেরেও আনন্দিত হলান্ড আরও যোগ করেছেন, ‘আমরা সবাই ভালোভাবে শুরু করতে চেয়েছিলাম। বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং প্রতিযোগিতাটিতে ৫ ম্যাচের ৪টিতে জয় দিয়ে মৌসুম শুরু করতে পারাটা দারুণ। গোল করে নিজের দায়িত্ব পালন করতে পেরে আমি খুশি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলের ফল এবং দলকে সাহায্য করতে পারা। আশা করি, দলকে সহায়তা করা অব্যাহত রাখতে পারব এবং নিজেদের পারফরম্যান্সে সমর্থকদেরও আনন্দ দিতে পারব। সে সঙ্গে দলের দুর্দান্ত শুরুটাও ধরে রাখব।’
শুধু প্রিমিয়ার লিগেই নয়, চ্যাম্পিয়নস লিগেও নিজের জাদু দেখাচ্ছেন হলান্ড। দুই ম্যাচে গোল করেছেন ৩টি। যেখানে সর্বশেষ নিজের সাবেক ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে করা গোলটি নিয়ে তো প্রশংসার জোয়ারে ভাসছেন। শূন্যে ভেসে অ্যাক্রোবেটিক ভঙ্গিতে যে গোলটি করেছেন, তা অনেক দিন মনে রাখার মতোই। মৌসুমের শুরুর মাসেই এত সব কীর্তি গড়েছেন হলান্ড। এখন শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামেন, সেটিই দেখার অপেক্ষা।