ফুটবল ছাড়লেন পেপে

খেলোয়াড়ি জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন পেপেইনস্টাগ্রাম

সব ধরনের ফুটবল ছাড়লেন পর্তুগালের ডিফেন্ডার পেপে। ৪১ বছর বয়সী এই খেলোয়াড় আজ এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

সর্বশেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে পর্তুগালের ম্যাচটাই হয়ে রইল পেপের ক্যারিয়ারের শেষ ম্যাচ। টাইব্রেকারে সে ম্যাচে হেরে বিদায় নিয়েছিল পর্তুগাল। ইউরোর মূলপর্বে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে মাঠে নামার রেকর্ডও গড়েন তিনি।

পর্তুগালের হয়ে ১৪১ ম্যাচ খেলেছেন পেপে। জিতেছেন ২০১৬ ইউরো। ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদে সোনালি সময় কেটেছে পেপের। ১০ মৌসুম মাদ্রিদের ক্লাবটিতে কাটিয়ে জিতেছেন তিনটি লা লিগার শিরোপা এবং তিনটি চ্যাম্পিয়নস লিগ ট্রফি। ফিফা ক্লাব বিশ্বকাপও জিতেছেন দুবার।

১০ মৌসুম রিয়াল মাদ্রিদে কাটিয়েছেন পেপে
রয়টার্স

পোর্তো থেকে ২০০৭ সালে রিয়ালে যোগ দেন পেপে। ২০১৭ সালে রিয়াল ছেড়ে বেসিকতাসে যোগ দেন। দুই মৌসুম তুর্কি ক্লাবটিতে খেলে ২০১৯ সালে ফিরে যান পর্তুগিজ ক্লাব পোর্তোয়। এ ক্লাবের হয়ে দুই মেয়াদে মোট চারবার প্রিমেরা লিগ জিতেছেন পেপে।