যত গোল, তত বাড়ি—বন্যার্তদের জন্য আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগ

আর্জেন্টিনা জাতীয় দল ও আর্জেন্টিনা অনূর্ধ্ব–২০ দলের ম্যাচ উপভোগ করেছেন এসব দর্শকছবি: এএফএ

ভয়াবহ বন্যায় আর্জেন্টিনার উপকূলীয় শহর বাহিয়া ব্লাঙ্কা এখনো পানির নিচে। বন্যায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, নিখোঁজ কয়েকজন।

বাড়িতে পানি ঢুকে পড়ায় বহু মানুষ এলাকা ছাড়তেও বাধ্য হয়েছেন। অনেকের ঘরবাড়ি তলিয়ে গেছে। এমনকি শহরের অন্যতম গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্র ডাক্তার হোসে পেনা হাসপাতালও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল।

প্রবল বর্ষণের দিনে নবজাতক বিভাগ পুরোপুরি খালি করতে হয়েছিল। হাঁটুসমান পানির মধ্য দিয়ে নার্সরা ওয়ার্ড থেকে শিশুদের বের করে আনছেন, এমন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকের মন কেঁদেছে। অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

বাহিয়া ব্লাঙ্কার ডাক্তার হোসে পেনা হাসপাতালেও হাঁটুসমান পানি জমেছিল
ছবি: এক্স

এবার তাতে যুক্ত হলো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও (এএফএ)। বন্যাকবলিত মানুষের জন্য তারা এক প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে।

এ বছর আর্জেন্টিনা জাতীয় দল যত গোল করবে, বন্যাকবলিত বাহিয়া ব্লাঙ্কার তত বাসিন্দাকে নতুন বাড়ি নির্মাণ করে দেবে এএফএ। দেশটির ফুটবল ফেডারেশন এই ক্যাম্পেইনের নাম দিয়েছে ‘আন গোল পোর আন তেকো’—যার অর্থ একটি গোলের জন্য একটি ছাদ (বাড়ি)।

লাতিন আমেরিকার বেসরকারি সংস্থা ‘তোকো’-এর সঙ্গে যৌথভাবে বাহিয়া ব্লাঙ্কার বন্যার্তদের জন্য জরুরি আবাসন ও অবকাঠামো নির্মাণ করে দেবে এএফএ। একই সঙ্গে খাবার, পোশাক এবং চিকিৎসা সহায়তাও (অন্যান্য মৌলিক চাহিদা) দেবে।

বন্যায় বাহিয়া ব্লাঙ্কায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে
ছবি: এক্স

এ ব্যাপারে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া বলেছেন, ‘এই অংশীদারত্বে যুক্ত হওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে যাদের সবচেয়ে বেশি সহায়তা প্রয়োজন, এটি আর্জেন্টিনা জাতীয় দলের জন্য তাদের পাশে দাঁড়ানোর একটি উপায়।’

২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দল ছয়টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে, সব কটিই বিশ্বকাপ বাছাইয়ের। এ ছাড়া একাধিক প্রদর্শনী ম্যাচ খেলার কথা তাদের।

আরও পড়ুন

লিওনেল স্কালোনির দল এরই মধ্যে দুটি ম্যাচ খেলে ফেলেছে। বিশ্বকাপ বাছাইপর্বে থিয়াগো আলমাদার গোলে উরুগুয়ের মাঠে ১-০ ব্যবধানে জিতেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর দেশে ফিরে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে প্রদর্শনী ম্যাচ খেলেছে জাতীয় দল। ম্যাচটি ২-০ গোলে জিতেছে স্কালোনির দল। যে ম্যাচে মাঠে নেমেছিলেন আর্জেন্টাইন কোচ নিজেও।

বন্যার্তদের সহায়তা করতে আজ নিজেদের মধ্যে প্রদর্শনী ম্যাচ খেলেছে আর্জেন্টিনা জাতীয় দল ও অনূর্ধ্ব–২০ দল
ছবি: এএফএ

অর্থাৎ এ বছর এখন পর্যন্ত দুই ম্যাচে ৩ গোল করে ফেলল আর্জেন্টিনা জাতীয় দল। ঘোষণা অনুযায়ী, বন্যাকবলিত বাহিয়া ব্লাঙ্কায় এএফএ তিনটি বাড়ি নির্মাণ করে দেবে অথবা বাড়ি নির্মাণের সমপরিমাণ অর্থসহায়তা দেবে।

আরও পড়ুন

প্রস্তুতি ম্যাচের একেকটি টিকিট ২০ হাজার থেকে ৩০ হাজার আর্জেন্টাইন পেসোয় (২ হাজার ২৮৫ টাকা থেকে ৩ হাজার ৪২০ টাকা) বিক্রি করা হয়েছে। টিকিট থেকে পাওয়া সব অর্থও বন্যার্তদের সাহায্যে দিয়ে দেওয়া হয়েছে।

আর্জেন্টিনার পরের ম্যাচ বাংলাদেশ সময় বুধবার সকালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে।