মেসিকে মাঠে দেখার অপেক্ষায় বেকহাম

লিওনেল মেসি ও ডেভিড বেকহামছবি: টুইটার

সব আনুষ্ঠানিকতা শেষ। চুক্তি হলো, আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার আনুষ্ঠানিকতাও শেষ। এখন ইন্টার মায়ামির জার্সিতে লিওনেল মেসির মাঠে নামার অপেক্ষা। সংবাদমাধ্যম আগেই জানিয়ে দিয়েছে, শুক্রবার লিগস কাপে মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে মায়ামির জার্সিতে অভিষিক্ত হবেন মেসি। আর্জেন্টাইন তারকা নিজেই এ নিয়ে তাঁর সমর্থকদের সেদিনের ম্যাচ দেখার নিমন্ত্রণ জানিয়ে রেখেছেন। এবার ইন্টার মায়ামির সহমালিক ডেভিড বেকহামও জানালেন, শুক্রবারের ম্যাচের কোনো এক সময় তিনি মেসিকে মাঠে দেখতে চান।

তবে বেকহাম জানিয়েছেন, মেসি শুক্রবারের ম্যাচে একাদশ নাকি বেঞ্চ থেকে মাঠে নামবেন, তা এখনো নিশ্চিত নয়। বেকহাম মেসিকে সেদিনের ম্যাচে মাঠে দেখতে চেয়েছেন ব্যক্তিগত চাওয়া থেকে। ইংল্যান্ডের সাবেক এই মিডফিল্ডার ইএসপিএনকে বলেছেন, ‘আমরা জানি না, (এই ম্যাচে) মেসি একাদশের হয়ে নাকি বেঞ্চ থেকে নামবে। কারণ, আমার মতে, তার প্রস্তুত হয়ে ওঠাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুক্রবার বেঞ্চ থেকে না একাদশের হয়ে মাঠে নামবে, এটা মেসি আর কোচ টাটা মার্তিনোই ঠিক করবেন। কিন্তু গ্যালারি যে উত্তাল থাকবে, তা নিশ্চিত। আশা করি, আমরা জিতব।’

আরও পড়ুন

ইউরোপের ক্লাব ফুটবল ছেড়ে ২০০৭ সালে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) দল লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিতে যোগ দেন বেকহাম। পরে এমএলএসের ফ্র্যাঞ্চাইজি ইন্টার মায়ামির মালিকানায় যুক্ত হন। মেসিকে মাঠে নামতে দেখে আবেগ ধরে রাখা কঠিন হবে বলে জানিয়েছেন বেকহাম। ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি নিজেও তো এক সময় মাঠ মাতিয়েছেন! তাঁর চোখে তখন ১৬ বছর আগের সেই স্মৃতি ভেসে উঠতে পারে।

মেসি–বরণ অনুষ্ঠানে ইন্টার মায়ামির তিন মালিক (বাঁ থেকে) জর্জ ম্যাস, হোসে ম্যাস ও ডেভিড বেকহাম
ছবি : এএফপি

এ নিয়ে এবিসি নিউজের ‘গুড মর্নিং আমেরিকা’ অনুষ্ঠানে বেকহাম বলেছেন, ‘তাকে (মেসি) মাঠে নামতে দেখে কেঁদে ফেলতে পারি। বুঝতে পারছি, যত বয়স হচ্ছে, ততই বেশি আবেগ ভর করছে। সন্তানের দিকে তাকালে আবেগ ভর করে। ওদের সঙ্গে কথা বললেও আমি ও আমার স্ত্রী আবেগাক্রান্ত হয়ে পড়ি। তাই আমার মনে হয়, মেসিকে যখন নিজেদের সমর্থকদের সামনে মাঠে নামতে দেখব...তখন যে আবেগ ভর করবে, তা নিশ্চিত।’

আরও পড়ুন

শুক্রবারের ম্যাচ দেখতে ইনস্টাগ্রামে আগেই সবাইকে নিমন্ত্রণ জানিয়েছেন মেসি, ‘আপনাদের সঙ্গে আবার দেখা হবে শুক্রবার।’