২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বিশ্বকাপ নয়, মেসির লক্ষ্য এখন উপভোগ আর সুস্বাস্থ্য

মার্কার পুরস্কার হাতে লিওনেল মেসিট্রান্সফার নিউজ লাইভ এক্স হ্যান্ডল

ক্যারিয়ারে সম্ভাব্য প্রায় সব শিরোপাই জিতেছেন। আর যাই হোক, সাফল্য নিয়ে কোনো অপূর্ণতা থাকার কথা নয়। বয়সও সাঁইত্রিশ পেরিয়ে গেছে গত জুনে। ক্যারিয়ার নিয়ে লিওনেল মেসির এই মুহূর্তের ভাবনা কী? সাম্প্রতিক সময়ে প্রায় সব জায়গাতেই এমন প্রশ্নের উত্তর দিতে হয় আর্জেন্টাইন কিংবদন্তিকে।

আরও পড়ুন

গতকাল যুক্তরাষ্ট্রের মায়ামির চেজ স্টেডিয়ামেও স্পেনের সংবাদমাধ্যম মার্কার ‘আমেরিকা লেজেন্ড’ পুরস্কার নেওয়ার সময় এমন এক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। ফুটবল ইতিহাসে সর্বোচ্চ ৪৬টি ট্রফি জয়ের স্বীকৃতি হিসেবে মেসির হাতে এই পুরস্কার তুলে দেন মার্কার পরিচালক হুয়ান ইগনাচিও গ্যালার্দো ও ইন্টার মায়ামির অন্যতম মালিক হোর্হে মাস। সেখানে মেসির কাছে জানতে চাওয়া হয়, এ মুহূর্তে ক্যারিয়ার নিয়ে তাঁর কাছে কোন বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে? ওঠে ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনার প্রসঙ্গও। মেসি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ক্যারিয়ারের এ পর্যায়ে এসে ২০২৬ বিশ্বকাপে খেলার বিষয়ে মনস্থির করার চেয়ে সুখ এবং সুস্বাস্থ্য ধরে রাখাই তাঁর কাছে অগ্রাধিকার পাচ্ছে।

যেটা ভালোবাসি সেটা যখন করার সুযোগ পাই তখন ভালো থাকি। ২০২৬ বিশ্বকাপে খেলার চেয়ে এটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এখনো বিশ্বকাপে খেলার লক্ষ্য স্থির করিনি, কিন্তু প্রতিটি দিন ধরে ধরে ভালো থাকার চেষ্টা করছি।
লিওনেল মেসি

মঙ্গলবার বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার পর মেসিকে পরের বিশ্বকাপ নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল। তখন তিনি পরিষ্কার করে কিছুই বলেননি, ‘এই ম্যাচগুলোই আমার শেষ হতে পারে’।

কাল মার্কার পুরস্কার হাতে নিয়ে যা বলেছেন, তার অর্থ হচ্ছে ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি খেলবেন না, সে বিষয়ে আগেভাগে সিদ্ধান্ত নিতে চান না, ‘দেখা যাক কী হয়। আমি আগেভাগেই ভাবতে পছন্দ করি না। প্রতিটি দিন উপভোগের চেষ্টা করি। আশা করি এই পর্যায়ে খেলা চালিয়ে যেতে পারব, ভালো অনুভব করব এবং সুখী থাকব। যেটা ভালোবাসি সেটা যখন করার সুযোগ পাই তখন ভালো থাকি। ২০২৬ বিশ্বকাপে খেলার চেয়ে এটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এখনো বিশ্বকাপে খেলার লক্ষ্য স্থির করিনি, কিন্তু প্রতিটি দিন ধরে ধরে ভালো থাকার চেষ্টা করছি।’

আরও পড়ুন

মার্কার হিসাব অনুযায়ী ক্যারিয়ারে ৪৬টি ট্রফি জয়ের পাশাপাশি ৫৬টি ব্যক্তিগত পুরস্কার জিতেছেন মেসি। যদিও ইএসপিএনের হিসাব অনুযায়ী, আর্জেন্টাইন তারকার মোট ট্রফিসংখ্যা ৪৮। তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল ক্যারিয়ারে জেতা প্রথম শিরোপাটির কথা মনে আছে কি না? মেসি বলেছেন, ‘ছোটবেলায় জেতা প্রথম ট্রফির ছবি দেখেছি। কিন্তু মনে নেই সেভাবে। খুব অল্প বয়স থেকে ফুটবল উপভোগ করি। এটা আমার প্যাশন।’

অবসর নিতে এখানে (মায়ামি) আসিনি। শিরোপা জয়ের মাধ্যমে এই দলটিকে বড় করে তুলতে আমরা এখানে এসেছি, যেটা আমরা করেছি এবং আরও শিরোপার কাছাকাছি আছি।
লিওনেল মেসি

মেসি জানিয়েছেন, ট্রফি গুণে রাখার অভ্যাস তাঁর নেই। আর্জেন্টিনার জার্সিতে খেলতে কেমন লাগে এবং বর্তমান সময় কেন উপভোগ করছেন সেটাও বলেছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির এই ফরোয়ার্ড, ‘কিছুদিন আগে মনুমেন্তাল স্টেডিয়ামে (বলিভিয়া ম্যাচে) লোকে আমার এবং আমার সতীর্থদের নামে চিৎকার করেছে। আর্জেন্টিনার হয়ে অনেক খারাপ সময় পার করেছি, তবে বর্তমান সময়ের জন্য আমি কৃতজ্ঞ। আমি এটা উপভোগ করছি কারণ সময় ফুরিয়ে যাচ্ছে।’

মায়ামিতে নিজের লক্ষ্য নিয়ে মেসি বলেছেন, ‘অবসর নিতে এখানে (মায়ামি) আসিনি। শিরোপা জয়ের মাধ্যমে এই দলটিকে বড় করে তুলতে আমরা এখানে এসেছি, যেটা আমরা করেছি এবং আরও শিরোপার কাছাকাছি আছি।’