মেসি নিষিদ্ধ হওয়ার পর গোপনে যা যা ঘটেছে...
লিওনেল মেসি অনুমতি না নিয়ে সৌদি আরব সফরে যাওয়ার পর তাঁর সঙ্গে চুক্তি বাতিল করতে চেয়েছিল পিএসজি। ক্লাবটি শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত থেকে সরে আসে বলে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম ‘আরএমসি স্পোর্ট’।
গত ৩০ এপ্রিল লঁরিয়ার কাছে ৩-১ গোলে হারের পরদিন পরিবার নিয়ে সৌদি আরব সফরে যান মেসি। আর্জেন্টাইন তারকা দেশটির পর্যটন দূত। কিন্তু পিএসজি দাবি করে, ক্লাবের অনুমতি না নিয়ে সৌদি আরব গিয়েছেন মেসি। তাঁকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধও করে পিএসজি। অবশ্য কিছুদিন পরই প্যারিসের ক্লাবটি একটু নরম হয় তাঁর ওপর। অনুশীলনে ফিরিয়ে আনা হয় মেসিকে। দ্রুতই মেসির নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলেও জানিয়েছে সংবাদমাধ্যম। কিন্তু এ সবের বাইরে পিএসজির ভেতরে ঘটেছে আরও কিছু ঘটনা। সেই খবরই জানিয়েছে আরএমসি স্পোর্ট।
সংবাদমাধ্যমটি দাবি করেছে, মেসিকে নিষিদ্ধ করার পাশাপাশি তাঁকে একটি চিঠিও পাঠিয়েছিল পিএসজি। সেটি ছিল চুক্তি বাতিলের আগে খেলোয়াড়ের সঙ্গে বৈঠকে বসার চিঠি। মেসির ঘনিষ্ঠরা এই চিঠি পাওয়ার পরই নড়েচড়ে বসেন। তাদের মধ্যস্থতায় বিষয়টির গতিপথ ঘুরে যায়। মেসির ঘনিষ্ঠজনদের লক্ষ্য ছিল, চুক্তি বাতিলের পথে না গিয়ে আর্জেন্টাইন তারকাকে যত দ্রুত সম্ভব পিএসজির অনুশীলনে ফেরানো। পিএসজির আইনজীবীর পক্ষ থেকে যে চিঠি পাঠানো হয়েছিল তাতে পাল্টা চ্যালেঞ্জ করার সুযোগ ছিল না মেসির আইনজীবীর। চিঠিতে কারণ হিসেবে জানানো হয়েছিল, ‘১ মে থেকে অনুশীলনে তার অনুপস্থিতি এবং অন্যান্য সীমাবদ্ধতা’।
আরএমসি স্পোর্ট জানিয়েছে, মেসি ও পিএসজির আইনজীবী এ বিষয়ে গোপনে যোগাযোগ করেছেন। মেসির আইনজীবীর পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়, আর্জেন্টাইন তারকা ক্ষমা চাইলে পিএসজি যেন তাঁকে অনুশীলনে ফিরিয়ে আনে। গত ৫ মে ইনস্টাগ্রাম ভিডিওতে মেসি ক্ষমা চেয়ে বলেন, ‘প্রথমত আমি সতীর্থদের কাছে ক্ষমা চাইছি। ভেবেছিলাম, ম্যাচের পর সব সময়ের মতো দলে ছুটি থাকবে। এ সফর আগে থেকেই ঠিক করা ছিল, এটা আমি বাতিল করতে পারিনি। আগেও এ সফর বাতিল করেছি আমি।’
এর চার দিন পর পিএসজিতে ফিরে প্রথম দিন একাই অনুশীলন করেন মেসি। পরের দিন যোগ দেন দলীয় অনুশীলনে। শনিবার আজাচ্চিওর বিপক্ষে ম্যাচ আছে পিএসজির। কোচ ক্রিস্তোফ গালতিয়ের এ ম্যাচে মেসিকে খেলান কি না এখন সেটাই দেখার বিষয়।
মেসিকে নিষিদ্ধ করার পর সংবাদমাধ্যম জানিয়েছিল, তাঁর সঙ্গে চুক্তি নবায়ন করবে না পিএসজি। ৩০ জুন প্যারিসের ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ শেষ হবে। গত ৯ মে সংবাদ সংস্থা এএফপি জানায়, সৌদি আরবের ঘরোয়া ফুটবলে আগামী মৌসুমে খেলার ‘চুক্তি সেরে ফেলেছেন’ মেসি। কোনো ক্লাবের নাম প্রকাশ করেনি এএফপি। তবে মেসির বাবা বিবৃতি দিয়ে এএফপির এই দাবি অস্বীকার করেন।