কোপা দেল রের শেষ ষোলোতেই দেখা হয়ে যাচ্ছে মাদ্রিদের দুই তুমুল প্রতিদ্বন্দ্বী রিয়াল ও আতলেতিকোর। তবে স্পেনের ফুটবলের আরেক পরাশক্তি বার্সেলোনা পেয়েছে তুলনামূলক সহজ প্রতিপক্ষ। জাভি হার্নান্দেজের দল শেষ ষোলোতে খেলবে স্পেনের তৃতীয় বিভাগের দল ইউনিওনিসতাসের বিপক্ষে।
১৮ জানুয়ারি রিয়ালের ম্যাচটি আতলেতিকোর মাঠে। বার্সেলোনাকেও খেলতে হবে প্রতিপক্ষের মাঠে, ইউনিওনিসতাসের বিপক্ষে তাদের ম্যাচটি ১৭ জানুয়ারি।
৬ জানুয়ারি আরানদিনাকে ৩-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে রিয়াল। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ আতলেতিকো আগের রাউন্ডে লুগোর মাঠ থেকে জিতে এসেছে একই ব্যবধানে। আর বার্সেলোনা শেষ ষোলোতে উঠেছে বারবাস্ত্রোর বিপক্ষে ৩-২ গোলে জিতে। তাদের প্রতিপক্ষ ইউনিওনিসতাস আগের রাউন্ডে হারিয়েছে ভিয়ারিয়ালকে। ১-১ গোলে সমতায় থাকা ম্যাচটি টাইব্রেকারে তারা জিতেছে ৭-৬ ব্যবধানে।
শেষ ষোলোতে বাকি ৬ ম্যাচে মুখোমুখি ওসাসুনা-রিয়াল সোসিয়েদাদ, জিরোনা-রায়ে ভায়েকানো, ভ্যালেন্সিয়া-সেল্তা ভিগো, টেনেরিফে-মায়োর্কা, আতলেতিকো বিলবাও-আলভেস, হেতাফে-সেভিয়া।