রোনালদোদের ম্যাচের আগেই সতীর্থকে জয় উৎসর্গ

পর্তুগিজ উইঙ্গার বের্নার্দো সিলভাছবি: এএফপি

বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি উরুগুয়ের। দক্ষিণ কোরিয়ার সঙ্গে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে লুইস সুয়ারেজ, দারউইন নুনিয়েজের দল। আর পর্তুগাল জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে। ঘানাকে ৩-২ ব্যবধানে হারিয়ে ৩ পয়েন্ট জোগাড় করেছে ক্রিস্টিয়ানো রোনালদো।

পর্তুগিজ উইঙ্গার বের্নার্দো সিলভার বিশ্বাস, তাঁর দল উরুগুয়েকেও হারিয়ে দেবে। এমনকি ম্যাচের আগেই চোটে আক্রান্ত এক সতীর্থকে জয়ও উৎসর্গ করেছেন ম্যানচেস্টার সিটির এই তারকা।

পর্তুগাল দলে চোটে পড়েছেন রক্ষণভাগের খেলোয়াড় দানিলো পেরেইরা। ৩১ বছর বয়সী এই পিএসজি ডিফেন্ডার অনুশীলনে পাঁজরে চোট পেয়েছেন। ‘এইচ’ গ্রুপে পর্তুগালের শেষ দুটি ম্যাচ খেলতে পারবেন না তিনি। উরুগুয়ের বিপক্ষে মাঠে নামার আগে দানিলোকে আগাম জয় উৎসর্গ করেছেন সিটি উইঙ্গার সিলভা, ‘এই জয়টা আমরা দানিলোকে উৎসর্গ করতে চাই। সে খেলোয়াড় হিসেবে এবং মানুষ হিসেবেও চমৎকার। তবে ওকে না পেলেও আমাদের দল শক্তিশালী।’

বের্নার্দো অবশ্য উরুগুয়েকে একেবারে খাটো করেও দেখছেন না। বিশেষ করে, লিভারপুল ফরোয়ার্ড দারউইন নুনিয়েজ এবং রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ফেদেরিকো ভালভের্দেকে সতর্ক করে সিলভা বলেন, ‘ভালভের্দে বিশ্বসেরা মিডফিল্ডারদের একজন। শারীরিকভাবে শক্তিশালী, নেতৃত্বের গুণও আছে। সে এবং দারউইন নুনিয়েজের সঙ্গে আরও কয়েকজন খেলোয়াড় আছেন, যাঁরা প্রতিপক্ষের জন্য বিপজ্জনক।’

আরও পড়ুন

আফ্রিকান প্রতিপক্ষ ঘানার তুলনায় লাতিনের উরুগুয়ের বিপক্ষে পর্তুগালের চ্যালেঞ্জ বেশি বলেও মনে করেন সিলভা, ‘ঘানার চেয়ে একেবারেই ভিন্ন দল উরুগুয়ে। আমরা জানি না ওরা কী ধারায় খেলবে। কারণ, খুবই বিপজ্জনক হয়ে ওঠার সামর্থ্য ওদের আছে।’

আরও পড়ুন

পেরেইরা ছিটকে যাওয়ায় পর্তুগালের শুরুর একাদশে দেখা যেতে পারে পেপেকে। ৩৯ বছর বয়সী ডিফেন্ডার সেরা সময়টা পার করে এলেও তাঁকে এখনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলোয়াড় বলে বিশ্বাস করেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস, ‘সে এই দলের জন্য বিশালাকারের কিছু। তার বিশাল দায়িত্ব আছে। আর দায়িত্ব নেওয়ার মতো খেলোয়াড়ই সে।’