২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

চুমু–কাণ্ডে রুবিয়ালেস পদত্যাগ না করায় খেপেছেন ক্যাসিয়াস-দে হেয়ারাও

নারী বিশ্বকাপ জয়ের পর হেনি হেরমোসোকে জড়িয়ে ধরে চুমু দেন লুইস রুবিয়ালেসছবি: রয়টার্স

‘চুমুটা ছিল স্বতঃস্ফূর্ত, স্নেহপূর্ণ একটি বিষয়। বিশেষ আনন্দের মুহূর্তে স্বতঃস্ফূর্ত একটি ঘটনা এটি।’

নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া স্পেনের খেলোয়াড় হেনি হেরমোসোকে পদকমঞ্চে চুমু খাওয়া নিয়ে এটাই বলেছেন দেশটির ফুটবল ফেডারেশনের প্রধান লুইস রুবিয়ালেস। লোকে এটা নিয়ে যতই সমালোচনা করুক, যতই তাঁর পদত্যাগের দাবি তুলুক, তিনি সেসব পাত্তা দিচ্ছেন না।

এরই মধ্যে অবশ্য ওই ঘটনার জন্য গতকাল ফিফা তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এর ফলে আজ স্পেনের ফুটবল ফেডারেশন এক বিশেষ সভার আয়োজন করে। অনেকেই ধারণা করেছিলেন, এই সভা শেষে হয়তো স্পেনের ফুটবল ফেডারেশনের সভাপতির পদ থেকে সরে দাঁড়াবেন রুবিয়ালেস। কিন্তু সভায় রুবিয়ালেস বলেন, ‘আমি পদত্যাগ করব না। কিছুতেই না।’

রুবিয়ালেস পদত্যাগ না করায় ক্ষুব্ধ স্পেনের ফুটবল মহল। স্পেনের হয়ে এবারের নারী বিশ্বকাপে খেলা বার্সেলোনার তারকা অ্যালেক্সিস পুতেয়াসের কাছে রুবিয়ালেসের পদত্যাগ না করাটা ‘অগ্রহণযোগ্য’। রুবিয়ালেস পদত্যাগ করবেন না শুনে চটেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক গোলকিপার দাভিদ দে হেয়া আর স্পেনের সাবেক গোলকিপার ইকার ক্যাসিয়াস।

আরও পড়ুন
মাঠে নামার আগে দর্শকদের সঙ্গে হাত মেলাচ্ছেন স্পেনের আলেক্সিয়া পুতেয়াস
ছবি : ফিফা

পুতেয়াস আজ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘এটা অগ্রহণযোগ্য।’ হেনি হেরমোসোর পাশে দাঁড়িয়েছেন তাঁর অন্য সতীর্থরাও। স্পেন ও বার্সেলোনা নারী দলের মিডফিল্ডার আইতানা বোনমাতি লিখেছেন, ‘কিছু সীমা আছে, যা আপনি অতিক্রম করতে পারেন না। আমরা এটা সহ্য করতে পারি না। সতীর্থ, আমরা তোমার সঙ্গে আছি।’

স্পেনের গোলকিপার কাতা কোল লিখেছেন, ‘আমার কাছে দুঃখের বিষয় হচ্ছে, (বিশ্বকাপ জেতার পরও) আমরা ২৩ জন মেয়ে এখন প্রধান চরিত্র নই...হেনি হেরমোসো, আমৃত্যু তোমার সঙ্গে আছি।’

এ তো গেল হেরমোসোর সতীর্থদের কথা। বিষয়টি নিয়ে চটেছেন স্পেন ছেলেদের জাতীয় দলের খেলোয়াড়েরাও। রিয়াল বেতিসের স্প্যানিশ স্ট্রাইকার বোরহা ইগলেসিয়াস ঘোষণা দিয়েছেন, রুবিয়ালেস যত দিন স্পেনের ফুটবল ফেডারেশনের প্রধান থাকবেন, তিনি স্পেন দলে খেলবেন না। ২০২২ সালে স্পেন দলে ডাক পাওয়া ৩০ বছর বয়সী ইগলেসিয়াস জাতীয় দলের হয়ে ২টি ম্যাচ খেলেছেন।

আরও পড়ুন
ম্যানচেস্টার ইউনাইটেড সাবেক গোলরক্ষক দাভিদ দে হেয়া
ছবি: রয়টার্স

স্পেন ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক গোলকিপার দে হেয়া টুইট করেছেন, ‘(রুবিয়ালেস পদত্যাগ না করায়) আমার কান গরম হয়ে যাচ্ছে।’ আর স্পেনের বিশ্বকাপজয়ী গোলকিপার ক্যাসিয়াস লিখেছেন, ‘এই পাঁচ দিন আমাদের মেয়েদের নিয়ে কথা বলা উচিত ছিল। তারা আমাদের অপার আনন্দে ভাসিয়েছে। মেয়েদের ফুটবলে ছিল না, তারা আমাদের এমন একটি ট্রফি এনে দিয়েছে। কিন্তু...।’

ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। ম্যাচ শেষে পুরস্কারমঞ্চে স্পেন নারী দলের খেলোয়াড় হেনি হেরমোসো পদক নিয়ে যাওয়ার সময় তাঁর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রুবিয়ালেস। সে সময় তিনি হেরমোসোকে বেশ কিছুটা সময় আলিঙ্গনে জড়িয়ে রেখে পরে দুহাত দিয়ে মাথায় ধরে আচমকা ঠোঁটে চুমু দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমেও সেই মুহূর্তের ভিডিও ও ছবি ভাইরাল হয়ে যায়। এরপরই প্রতিবাদের ঝড় ওঠে রুবিয়ালেসের আচরণ নিয়ে। শুরুতে সমালোচনাকারীদের ‘মূর্খ’ বলে বিষয়টি উড়িয়ে দেন রুবিয়ালেস। পরে অবশ্য এক ভিডিও বার্তায় নিজের আচরণের জন্য রুবিয়ালেস ক্ষমা প্রার্থনা করেন।

আরও পড়ুন