২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

মেসির কাছে আলবা ‘বন্ধুর চেয়েও বেশি’

জর্দি আলবা মেসির কাছে বন্ধুর চেয়েও বেশিছবি: ইনস্টাগ্রাম

মৌসুম শেষেই বার্সেলোনা ছাড়বেন জর্দি আলবা। বার্সায় লিওনেল মেসির সঙ্গে দারুণ জুটিও গড়ে তুলেছিলেন এই লেফটব্যাক। তাঁর ‘অ্যাসিস্ট’ থেকে অনেক গোল করেছেন মেসি। সেই আলবা বার্সা ছাড়ার ঘোষণা দেওয়ার পর মেসির মুখ বুজে থাকার কোনো কারণ নেই।

বার্সেলোনার সঙ্গে আলবার চুক্তির মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত। কিন্তু তার আগেই আনুষ্ঠানিকভাবে বিদায় বলে দিয়েছেন এই স্প্যানিশ ফুটবলার। বার্সায় মেসির সঙ্গে দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন আলাবা।

দুজনে খুব ভালো বন্ধুও। তাই আলবার বিদায় ছুঁয়ে যাচ্ছে মেসিকে। স্প্যানিশ ফুটবলারকে প্যারিস থেকে শুভেচ্ছা জানিয়েছেন মেসি। ইনস্টাগ্রাম বার্তায় আলবাকে ‘বন্ধুর চেয়েও বেশি’ বলছেন পিএসজির এই আর্জেন্টাইন তারকা।

বার্সেলোনার সেই দিনগুলো
ছবি: ইনস্টাগ্রাম
আরও পড়ুন

ইনস্টাগ্রামে মেসি লিখেছেন, ‘তুমি বন্ধুর চেয়েও বেশি। মাঠে একজন সত্যিকারের সহযোদ্ধা। ব্যক্তিগত জীবনেও আমরা একসঙ্গে কত মজা করেছি।’ আগামী দিনগুলোয় আলবার জন্য শুভেচ্ছা ও শুভকামনাও আছে মেসির ইনস্টাগ্রাম পোস্টে, ‘তুমি জানো, আমি সব সময়ই তোমার ও তোমার পরিবারের মঙ্গল কামনা করি। আমি মনে করি, তোমার নতুন যাত্রা তোমাকে সাফল্য ও আনন্দ এনে দেবে। সবকিছুর জন্য ধন্যবাদ জর্দি।’

২০১২ সালে ভ্যালেন্সিয়া থেকে বার্সায় যোগ দিয়ে গত ১১ বছরে ক্যাম্প ন্যুতে নিজেকে কিংবদন্তির পর্যায়েই নিয়ে গেছেন আলবা। ২০২১ সালে মেসি বার্সেলোনা ছাড়ার আগে ৯ বছর তাঁর সঙ্গে খেলেছেন। বার্সা ক্যারিয়ারে আলবা লা লিগা জিতেছেন ছয়বার। এ ছাড়া চ্যাম্পিয়নস লিগ জিতেছেন।

জিতেছেন কোপা দেল রে ও ক্লাব বিশ্বকাপের শিরোপা। বার্সেলোনার হয়ে ৪৫৮ ম্যাচ খেলেছেন। গোল করেছেন ১৯টি। গোলে সহায়তা ৯১ বার। আলবা যে পজিশনের খেলোয়াড়, তাতে এই পরিসংখ্যান বিশেষ কিছুই।

আরও পড়ুন

চুক্তির মেয়াদ এক বছর বাকি থাকতে কেন বার্সেলোনা ছেড়ে দিলেন আলবা? স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল চিরিনগুইতো’ লিখেছে, আলবা সৌদি আরবেই যাচ্ছেন। তিনি নাকি এরই মধ্যে সৌদি ক্লাব আল হিলালের বড় অঙ্কের একটি প্রস্তাব গ্রহণ করেছেন।

বার্সেলোনায় খেললে তাঁকে নিজের বেতন কমাতে হতো, তাই সৌদি আরবের আল হিলালের প্রস্তাব গ্রহণ করাটাকেই শ্রেয় মনে করেছেন। গত সপ্তাহেই বার্সেলোনার আরেক কিংবদন্তি সের্হিও বুসকেটস বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেন। মেসি ঠিক একই কায়দায় ইনস্টাগ্রামের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছিলেন বুসকেটসকেও।