২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

এফএ কাপ ফাইনালে মার্শিয়ালকে পাচ্ছে না ইউনাইটেড

চোটের কারণে এফএ কাপের ফাইনাল থেকে ছিটকে গেছেন মার্শিয়ালছবি: এএফপি

এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ দুর্দান্ত ছন্দে থাকা নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার দল এ মৌসুমে দেখছে ‘ট্রেবল’ জয়ের স্বপ্ন।

ফাইনালে গার্দিওলার সেই সিটির বিপক্ষে ইউনাইটেড কোচ পাচ্ছেন না অ্যান্থনি মার্শিয়ালকে। চোটের কারণে এফএ কাপের ফাইনাল থেকে ছিটকে গেছেন এই ইউনাইটেড ফরোয়ার্ড। শনিবার এফএ কাপের ফাইনাল।

আরও পড়ুন

গত রোববার ফুলহামের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন মার্শিয়াল। ম্যাচ শেষে ফরাসি ফুটবলার নিজের চোটের কথা ক্লাবকে জানান। ইউনাইটেডের চিকিৎসক দল পরীক্ষা–নিরীক্ষার পর মার্শিয়ালের পেশির চোট শনাক্ত করে।

এক বিবৃতিতে ক্লাব জানিয়েছে, ‘চোটের কারণে এফএ কাপের ফাইনালে খেলতে পারবেন না মার্শিয়াল। ওল্ড ট্রাফোর্ডে ফুলহামের বিপক্ষে ম্যাচের শেষ দিকে হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে। পরীক্ষার পর জানা গেছে, তাঁর পেশি ছিঁড়ে গেছে, তাই ওয়েম্বলিতে ২৭ বছর বয়সী এই ফুটবলার খেলতে পারবেন না।’

পুরো মৌসুমেই চোটের সঙ্গে লড়তে হয়েছে মার্শিয়ালকে। ইউনাইটেডের হয়ে খেলতে পেরেছেন মাত্র ২৯ ম্যাচে, করেছেন ৯ গোল। বারবার চোটে পড়ার কারণে মার্শিয়াল ইউনাইটেড অধ্যায় শেষ হয়ে যাওয়ার শঙ্কাও আছে।

পুরো মৌসুমেই চোটের সঙ্গে লড়তে হয়েছে মার্শিয়ালকে
ছবি: এএফপি

যদিও ইউনাইটেডের সঙ্গে মার্শিয়ালের চুক্তি ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত। চোটের কারণে আগেই পুরো মৌসুম থেকে ছিটকে গেছেন লিসান্দ্রো মার্তিনেজ ও মার্সেল সাবিতজার। তবে ইউনাইটেড সমর্থকদের জন্য সুখবরও আছে।

চেলসির বিপক্ষে চোট নিয়ে মাঠ ছাড়লেও সিটির বিপক্ষে ফাইনালে সুস্থ হয়ে উঠছেন ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্থনি। তাঁর গোড়ালির চোটকে শুরুতে গুরুতর ভাবা হলেও ততটা গুরুতর নয়। তাই সিটির বিপক্ষে মাঠে দেখা যেতে পারে আন্থনিকে।

আরও পড়ুন