মার্তা নন, বিশ্বকাপ অভিষেকে হ্যাটট্রিক করে ইতিহাস ব্রাজিলের বোর্জেসের

হ্যাটট্রিকের পর আরি বোর্জেসরয়টার্স

ইতিহাস ডাকছিল মার্তাকে। প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপে গোল করার ইতিহাস। কিন্তু আজ অ্যাডিলেডে পানামার বিপক্ষে সেই ম্যাচে কিংবদন্তি নারী ফুটবলার মাঠে নামার সুযোগ পেলেন কিনা ৭৫ মিনিটে। পানামার বিপক্ষে এফ গ্রুপের ম্যাচটির বাকি সময়ে গোল পাননি ৩৭ বছর বয়সী মার্তা।

তবে ম্যাচটি সহজেই জিতেছে ব্রাজিল। ২০২৩ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পানামাকে ৪-০ গোলে হারিয়েছে এখনো মেয়েদের বিশ্বকাপ না জেতা ব্রাজিল। মার্তা যাঁর বদলি হিসেবে নেমেছেন, সেই আরি বোর্জেসই ব্রাজিলের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন। ২৩ বছর বয়সী ফরোয়ার্ড করেছেন হ্যাটট্রিক। মেয়েদের বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মার্তারও যে কীর্তি নেই। মেয়েদের বিশ্বকাপ ইতিহাসে ২৫তম হ্যাটট্রিক এটি, আর এবারের বিশ্বকাপে প্রথম।

আজ মার্তা নেমেছেন বোর্জসের বদলি হিসেবে
এএফপি

ব্রাজিলকে প্রথম গোলটি এনে দিয়েছিলেন বোর্জেসই। ম্যাচের ১৯ মিনিটে দেবিনিয়ার ক্রসে গোল করেন বোর্জেস। ২০ মিনিট পর দ্বিতীয় গোলটি করা বোর্জেস বিশ্বকাপ অভিষেকেই হ্যাটট্রিক পেয়ে যান ৭০ মিনিটে। মেয়েদের বিশ্বকাপে ব্রাজিলের চতুর্থ হ্যাটট্রিক হলেও বোর্জেসের আগে অভিষেকে ৩ গোল পাননি কোনো ব্রাজিলিয়ান। বোর্জেসের হ্যাটট্রিক গোলের আগেই ৪৮ মিনিটে ব্যাকহিল ফ্লিকে ব্রাজিলকে তৃতীয় গোল এনে দেন বিয়া জানেরাত্তো।

এই জয়ে এফ গ্রুপে ফ্রান্স ও জ্যামাইকাকে পেছনে ফেলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে ব্রাজিল। গতকাল গ্রুপের প্রথম ম্যাচে অন্যতম ফেবারিট ফ্রান্সের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল জ্যামাইকা।

আরও পড়ুন

জার্মানির বড় জয়

২ গোল করেছেন জার্মানির অধিনায়ক পপ

দুর্দান্ত শুরু করেছে জার্মানি। মেলবোর্নে এইচ গ্রুপের ম্যাচে আফ্রিকার দেশ মরক্কোকে ৬-০ গোলে হারিয়েছে দুবারের চ্যাম্পিয়নরা। অধিনায়ক আলেকজান্দ্রা পপ করেছেন ২ গোল, ২টিই প্রথমার্ধে। প্রথম আরব দেশ হিসেবে মেয়েদের বিশ্বকাপ খেলতে নামা মরক্কো জার্মানিকে দুটি আত্মঘাতী গোলও উপহার দিয়েছে।

আরও পড়ুন