ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল: দ্বিতীয় দিনের প্রথম ম্যাচেই জমজমাট টাইব্রেকার
ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচেই জমজমাট লড়াই দেখল চট্টগ্রাম।
এম এ আজিজ স্টেডিয়ামে আজ চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি টাইব্রেকারে ৪-২ গোলে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়কে হারিয়েছে। এ জয়ে চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছে। ম্যাচের নির্ধারিত সময়ে কোনো গোল হয়নি।
গতকাল রোববার চট্টগ্রামে পর্দা ওঠে ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় আসরের। চট্টগ্রাম পর্বে ১০টি বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছে। উদ্বোধনী ম্যাচে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে ৩–০ গোলে জিতেছিল চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি। তবে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেতে বেশ বেগ পেতে হয়েছে।
যদিও ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলে চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি। ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় রক্ষণ জমাট করে প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে ব্যস্ত ছিল।
এক্ষেত্রে গোলকিপার ইশফাক মাহমুদ নাবিলের কথা আলাদা করে বলতেই হয়। তিনি বেশ কয়েকটি দুর্দান্ত সেভ করেছেন। প্রতিপক্ষের জোরালো শট ও হেড দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন। ইন্ডিপেনডেন্টের আবদুল্লাহ বিন এনাম, ইমরান হাসান ফোরকান, আসিফ মাহমুদদের বারবার হতাশার কারণ ছিলেন ইস্ট ডেল্টার গোলকিপার নাবিল। শেষ ১৫ মিনিট ম্যাচে বল ঘোরাফেরা করছিল কেবল ইস্ট ডেল্টার গোলমুখের আশপাশে।
শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এতে ইন্ডিপেনডেন্টের ফোরকান প্রথম শটে গোল করেন। ইস্ট ডেল্টার সাজিদ হোসেনের শট সাইড বারে লেগে ফিরে আসে। এরপর ইন্ডিপেনডেন্টের রুহুল্লাহ, জোহায়ের কায়েস ও আসিফ মাহমুদ টাইব্রেকারে গোল করেন। ইস্ট ডেল্টার আরশি হান্নান ও তানহিম শাহরিয়ারের শটও জাল খুঁজে পায়। তবে আবিদ খানের শট ইন্ডিপেনডেন্টের গোলকিপার ইশফাকুর রহমান তামিম আটকে দেন। ইন্ডিপেন্ডেন্ট ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।
ম্যাচসেরা হয়েছেন জয়ী দলের আবদুল্লাহ বিন এনাম। তাঁর হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য সুনীল কৃষ্ণ দে ও ইস্পাহানি টি লিমিটেডের বিপণন ব্যবস্থাপক মো. নূরুনবী। উপস্থিত ছিলেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক নুরুল আবছার ও প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক প্রণব বল।
প্রথম আলোর আয়োজনে ও ইস্পাহানি গ্রুপের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয়বারের মতো জাতীয় পর্যায়ের এই ফুটবল টুর্নামেন্ট চলছে। এতে ৪২টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে।
আজ সোমবার চট্টগ্রাম পর্বের সমাপ্তি দিনে এম এ আজিজ স্টেডিয়ামে আরও তিনটি ম্যাচ হবে। ২১ নভেম্বর রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে, ২৩ নভেম্বর খুলনার জেলা স্টেডিয়ামে ওই দুই অঞ্চলের খেলা হবে। ২৭ নভেম্বর থেকে ঢাকার আঞ্চলিক পর্ব শুরু।