২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

জামাল ভূঁইয়া কি আর্জেন্টাইন ক্লাবে খেলবেন

জামাল ভূঁইয়া কি আর্জেন্টাইন ক্লাবে খেলবেনছবি: প্রথম আলো

আর্জেন্টিনার ক্লাব সোল দে মায়োতে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। অবশ্য আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস দাবি করেছে, জামাল এরই মধ্যে ক্লাবটির সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন।

আরও পড়ুন

এবারের প্রিমিয়ার লিগে শেখ রাসেল ক্রীড়া চক্রের হয়ে খেলছেন জামাল। শেখ রাসেল ক্লাবের অন্যতম পরিচালক সালেহ জামান সেলিম জানিয়েছেন, ‘জামাল ভূঁইয়া এমন কোনো প্রস্তাব পেলে সেই খবর সবার আগে আমার জানার কথা। এ ব্যাপারে এখনো আমি কোনো খবর পাইনি।’

আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দে মায়োর কাছ থেকে প্রস্তাব পেয়েছেন জামাল ভূঁইয়া
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সময় বাংলাদেশের মানুষের বিপুল সমর্থনের পর আর্জেন্টাইনরা এখন বাংলাদেশকে আপন ভাবছে। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব আরও গভীর করতে ১৯৭৮ সালে বন্ধ হয়ে যাওয়া আর্জেন্টিনা দূতাবাস আজ থেকে ঢাকায় কার্যক্রম আবার শুরু করেছে। দূতাবাস চালুর অনুষ্ঠানে জামাল ভূঁইয়ার উপস্থিতির একটা ছবিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা গেছে সাদা পাঞ্জাবি পরা জামাল বসে আছেন। টেবিলের ওপর রাখা তাঁর ৬ নম্বর জার্সি, পাশেই আর্জেন্টিনা জাতীয় দলের ও সোল দে মায়োর জার্সি রাখা। আর্জেন্টিনার তৃতীয় বিভাগের এই দলটির কর্মকর্তারা ঘোষণা দিয়েছেন, শিগগিরই দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন তিনি।

এ ব্যাপারে জানতে একাধিকবার জামালের সঙ্গে যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি।