অদ্ভুত সব মিল নিয়ে ‘মিরাকল অব ইস্তাম্বুল’ কি আজ ফিরবে
‘মিরাকল অব ইস্তাম্বুল’ কি আজ ফিরবে আতাতুর্ক স্টেডিয়ামে?
২০০৫ সালে দেখা গিয়েছিল। চ্যাম্পিয়নস লিগ ফাইনালে। সেটি ছিল ফুটবলীয় হিসাব-নিকাশ পাল্টে দেওয়া অলৌকিক ম্যাচ। লিভারপুলের বিপক্ষে ম্যাচের ৪৪ মিনিটের মধ্যে ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল এসি মিলান। শিরোপার সুবাস নিতে নিতে বিরতির পর মাঠে নামা মিলান তারপর যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছিল, সেটি চ্যাম্পিয়নস লিগে রূপকথার অংশ।
৫৪ থেকে ৬১ মিনিটের মধ্যে লিভারপুল ৩ গোল পরিশোধ তো করেছিলই, ম্যাচ ৩-৩ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকার জিতে চ্যাম্পিয়ন! ১৮ বছর পর সেই আতাতুর্ক স্টেডিয়ামেই আজ রাতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস লিগের আরেকটি ফাইনাল। যেখানে সেবারের মতোই মুখোমুখি হচ্ছে ইংলিশ ও ইতালিয়ান ক্লাব—ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলান।
মিলটা শুধু এখানেই নয়, আরও আছে। প্রতিযোগিতামূলক ম্যাচে এই প্রথম মুখোমুখি হবে সিটি ও ইন্টার। আর সেটাও কি না চ্যাম্পিয়নস লিগ ফাইনালের মতো ম্যাচ দিয়ে! আরেকটু খোলাসা করে বলা যায়। আজ বাংলাদেশ সময় রাত ১টায় চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আগে প্রতিযোগিতামূলক ম্যাচে কখনোই মুখোমুখি হয়নি সিটি ও ইন্টার। আর এই বিষয়ই ফিরিয়ে নিয়ে গেছে ১৮ বছর আগের ধ্রুপদি সেই ফাইনালে।
সেবার চ্যাম্পিয়নস লিগ ফাইনাল দিয়েই প্রতিযোগিতামূলক ম্যাচে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিল লিভারপুল ও এসি মিলান। ২০০৫ সালের মতো এবারও শহরটা ইস্তাম্বুল, আর স্টেডিয়ামও একই। তাই ফুটবলের কল্পনাবিলাসী সমর্থক ভেবে নিতেই পারেন, ইস্তাম্বুলে আজ রাতেও হয়তো অলৌকিক কিছু দেখা যেতে পারে!
তবে কাগজ-কলমের হিসাব বলছে সেই সম্ভাবনা খুব কম। বিশ্লেষকদের চোখ থেকে বাজির দরে যোজন যোজন ব্যবধানে এগিয়ে ম্যানচেস্টার সিটি। কারণ, এই মৌসুমে দলটি উত্তুঙ্গ ফর্মে। প্রিমিয়ার লিগের পাশাপাশি এফএ কাপও জিতে ‘ট্রেবল’ জয়ের প্রহর গুনছে সিটি। চ্যাম্পিয়নস লিগের এবারের মৌসুমেও অপরাজিত রয়েছে পেপ গার্দিওলার দল। ফাইনালে উঠে আসার পথে ১২ ম্যাচের ৭টি জিতেছে। এই পথে তাদের কাছে হেরে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের মতো ক্লাব। ইউরোপিয়ান কাপ ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে ১৫তম দল হিসেবে এই টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ সিটির সামনে।
ইংলিশ ক্লাবটিকে হারাতে তাই কঠিন পরীক্ষাই দিতে হবে ইন্টারকে। ২০০৫ ফাইনালে ৩ গোল ব্যবধানে পিছিয়ে পড়ার পর ঠিক এমন ‘পরীক্ষা’তেই পাস করে গিয়েছিল লিভারপুল। অর্থাৎ ১৮ বছর আগে ইস্তাম্বুলে লিভারপুল যে অলৌকিক রাত উপহার দিয়েছিল, এবার সেটাই করে দেখানোর পালা ইন্টারের।
সিমোন ইনজাগির দল তা পারবে কি না, ইস্তাম্বুলে শেষ বাঁশি বাজার পরই বোঝা যাবে। যদিও ঝড়ের আভাস দিয়ে রেখেছেন সিটির মিডফিল্ডার ইলকায় গুন্দোগান। মাঠে চুপচাপ বসে থাকার একটি ছবি টুইট করে ক্যাপশনে গুন্দোগান লিখেছেন, ‘ঝড়ের আগে সবকিছু যেভাবে শান্ত হয়ে আসে।’