হলান্ডই উয়েফার বর্ষসেরা
লিওনেল মেসি, কেভিন ডি ব্রুইনা ও আর্লিং হলান্ড—এবারের উয়েফা বর্ষসেরা পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন তাঁরা। নাম তিনটির সঙ্গে সর্বশেষ মৌসুমে তাঁদের অর্জনের হিসাব মিলিয়ে বেশির ভাগ ফুটবলপ্রেমীই অনুমান করেছিলেন পুরস্কারটি উঠছে হলান্ডের হাতে। হলোও তাই।
নরওয়ের প্রথম ফুটবলার হিসাবে এই সম্মাননা পেলেন তিনি। মোনাকোর গ্রিমালদি ফোরামে আজ হয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র। এরপর সেখানেই হয় উয়েফা বর্ষসেরা পুরস্কারের অনুষ্ঠান। হলান্ডের হাতে সেরা ফুটবলারের ট্রফি তুলে দেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন।
২০২২-২৩ মৌসুমটা স্বপ্নের চেয়েও সুন্দর কেটেছে হলান্ডের। ম্যানচেস্টার সিটির হয়ে অভিষেক মৌসুমেই ট্রেবল জয়ের কীর্তি গড়েছেন।
সিটির সাফল্যে হলান্ডের সতীর্থ ডি ব্রুইনাও আলো ছড়িয়েছেন। আর মেসি ইউরোপে তাঁর সম্ভাব্য শেষ মৌসুমে পিএসজি হয়ে ফ্রেঞ্চ লিগ আঁ শিরোপা জিতেছেন। এর আগে বিশ্বকাপ জিতে বর্ণাঢ্য ক্যারিয়ারের একমাত্র অপ্রাপ্তি ঘুচিয়েছেন। তবে সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে ৫২ গোল করা হলান্ডই সেরা নির্বাচিত হয়েছেন।
ট্রফি হাতে নিয়ে ২৩ বছর বয়সী তারকা বলেছেন, ‘উয়েফা বর্ষসেরা পুরুষ খেলোয়াড় হতে পেরে সম্মানিত বোধ করছি। ইউরোপজুড়ে অসাধারণ প্রতিভার ছড়াছড়ি, তাঁদের যে কেউ এটা জিততে পারতেন। যাঁরা আমাকে ভোট দিয়েছেন, তাঁদের কাছে সত্যিই কৃতজ্ঞ।’
এবার সেরা নারী খেলোয়াড় হয়েছেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বোনমাতি। ২৫ বছর বয়সী বোনমাতি এ বছর উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও বিশ্বকাপ জিতেছেন। সেটারই স্বীকৃতি পেলেন।
অনুমিতভাবে বর্ষসেরা পুরুষ কোচ হয়েছেন ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা। আর বর্ষসেরা নারী কোচের স্বীকৃতি ধরে রেখেছেন ইংল্যান্ডের সারিনা ভিগমান। এ ছাড়া আজীবন সম্মাননাসূচক উয়েফা প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড জিতেছেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা জার্মানির মিরোস্লাভ ক্লোসা।
কারা কোন পুরস্কার জিতলেন
বর্ষসেরা পুরুষ ফুটবলার ⫸ আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি ও নরওয়ে)
বর্ষসেরা নারী ফুটবলার ⫸ আইতানা বোনমাতি (বার্সেলোনা ও স্পেন)
বর্ষসেরা পুরুষ কোচ ⫸ পেপ গার্দিওলা (ম্যানচেস্টার সিটি)
বর্ষসেরা নারী কোচ ⫸ সারিনা ভিগমান (ইংল্যান্ড)
উয়েফা প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড ⫸ মিরোস্লাভ ক্লোসা (জার্মানি)
=========================
সেরা বেছে নেওয়ার জন্য বিবেচনা করা হয় ইউরোপীয় ফুটবল মৌসুমে ক্লাব ও দেশের হয়ে খেলোয়াড়দের পারফরম্যান্স। প্রথমে উয়েফার প্রযুক্তিগত গবেষণা গ্রুপ সর্বশেষ মৌসুমে খেলোয়াড়দের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ১৫ জনের একটি সংক্ষিপ্ত তালিকা করে। সেই তালিকায় থাকা খেলোয়াড়দের মধ্য থেকে বিচারকদের ভোটে বেছে নেওয়া হয় সেরা তিন।
বিচারক হিসেবে থাকেন ওই মৌসুমে চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগে খেলা ক্লাবগুলোর কোচ এবং উয়েফার সদস্য দেশগুলোর মধ্যে থেকে নির্বাচিত সাংবাদিকেরা। তবে কোনো কোচ তাঁর নিজের ক্লাবের খেলোয়াড়কে ভোট দিতে পারেন না।