রোনালদোকে পাঠানো ক্রুসের অভিনন্দনবার্তা ভাইরাল

ক্রিস্টিয়ানো রোনালদো ও টনি ক্রুসইনস্টাগ্রাম

সম্প্রতি আরও একটি মাইলফলক নিজের করে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে প্রথম খেলোয়াড় হিসেবে স্পর্শ করেছেন ৯০০ গোলের মাইলফলক। পর্তুগালের হয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে জয়সূচক গোলটি করে এই মাইলফলক স্পর্শ করেন ‘সিআর সেভেন’।

নতুন এই মাইলফলক অর্জন করার পর ফুটবল-বিশ্বের অভিনন্দনবার্তায় ভাসছেন রোনালদো। পর্তুগিজ মহাতারকাকে অভিনন্দন জানানোর এই দলে আছে তাঁর বর্তমান–সাবেক সতীর্থের অনেকে। পাশাপাশি আছে প্রতিপক্ষ হিসেবে খেলা অনেক খেলোয়াড়ও।

আরও পড়ুন

রিয়ালের হয়ে যাঁরা রোনালদোকে মাইলফলকের জন্য শুভকামনা জানিয়েছেন, তাঁদের অন্যতম মার্সেলো ও ভিনিসিয়ুস জুনিয়র। তালিকায় আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক গোলরক্ষক দাভিদ দে হেয়াও। তবে রোনালদোকে অভিনন্দন জানানো তারকাদের মধ্যে আলাদা করে নজর কেড়েছেন তাঁর সাবেক রিয়াল সতীর্থ টনি ক্রুস।

সামাজিক যোগাযোগমাধ্যমে আগে থেকেই হাস্যরসাত্মক পোস্ট দেওয়ার জন্য পরিচিত ছিলেন ক্রুস। এবারও রোনালদোর একটি টুইটকে শেয়ার করে মজা করতে দেখা গেছে তাঁকে। রোনালদোর সেই টুইট করা ভিডিওটি ছিল মূলত ক্যারিয়ারে বিভিন্ন সময় তাঁর করা গোলগুলোর কোলাজ। যার ক্যাপশনে লেখা ছিল, ‘আমি এটা স্বপ্ন দেখেছিলাম, আমার আরও অনেক স্বপ্ন আছে। ধন্যবাদ সবাইকে।’

সেই পোস্ট শেয়ার করে টনি ক্রুস লিখেছেন, ‘আমি যদি ম্যাচের এবং অনুশীলনের গোলগুলোকেও একত্রিত করি, তবুও ৯০০ গোল হবে না।’ মজা করে দেওয়া এই পোস্ট অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়ে যায়। ক্রুস মজা করলেও তাঁর ভক্তরা অবশ্য ভিন্নভাবে এর জবাব দিয়েছেন। একজন লিখেছেন, ‘তুমি সৃজনশীল মিডফিল্ডার। ফরোয়ার্ড হিসেবে খেললে তুমি কাছাকাছি যেতে পারতে।’

আরও পড়ুন

আরেকজন লিখেছেন, ‘তুমি মিডফিল্ডার। সেটাতে সেরাও। আমরা তোমাকে ভালোবাসি টনি।’ কেউ কেউ অবশ্য ক্রুসের হাস্যরসাত্মক মনোভাবের প্রশংসাও করেন। একজন লিখেছেন, ‘তোমার হাস্যরস তুলনাহীন।’ অন্য একজন লিখেছেন, ‘খেলোয়াড়দের মধ্যে তুমি আমার দেখা সবচেয়ে মজার মানুষ।’