২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

মানেকে ছেড়ে দিতে চায় বায়ার্ন

বায়ার্ন মিউনিখ তারকা সাদিও মানেছবি: এএফপি

লিভারপুলের হয়ে সম্ভাব্য সব ট্রফি জেতার পর গত মৌসুমে বায়ার্ন মিউনিখে এসেছিলেন সাদিও মানে। অনেকেই তখন ভেবেছিলেন, বায়ার্নে রবার্ট লেভানডফস্কির অভাব এই মানেকে দিয়েও পূরণ হবে। তবে এক মৌসুম পর সেই ভাবনাকে ভুলই বলতে হচ্ছে। বায়ার্নের হয়ে চোটে জর্জরিত এক মৌসুমে প্রত্যাশা পূরণে একেবারেই ব্যর্থ হয়েছেন মানে।

দলকে পথ দেখানো দূরে থাক, উল্টো সতীর্থ লিরয় সানের সঙ্গে মারামারি করে হয়েছেন বিতর্কিত। এখন নাকি সেনেগালের এই তারকার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে বায়ার্ন, খবর জার্মান ম্যাগাজিন কিকারের। এই ম্যাগাজিনের দাবি, এরই মধ্যে এই সিদ্ধান্ত মানেকে জানিয়ে দেওয়া হয়েছে।

তিন বছরের চুক্তিতে লিভারপুল ছেড়ে বায়ার্নে পাড়ি দিয়েছিলেন মানে। বুন্দেসলিগায় নিজের অভিষেক ম্যাচে গোলও পেয়েছিলেন এই ফুটবলার। সবকিছু ঠিকঠাকভাবেই এগোচ্ছিল, তবে বিশ্বকাপের ঠিক ১৩ দিন আগে বুন্দেসলিগায় ভেরডার ব্রেমেনের বিপক্ষে চোট পান মানে। যে চোটে বিশ্বকাপ শেষ হয়ে যায় মানের। বায়ার্নের হয়েও ৯টি ম্যাচ মিস করেন মানে। পরে জার্মান ফরোয়ার্ড লিরয় সানেকে ঘুষি মেরে ঠোঁট ফাটানোর ঘটনায় তাঁকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল বায়ার্ন কর্তৃপক্ষ। এসবের প্রভাব পড়ে তাঁর দামেও, যা এক বছরে কমেছে ৪ কোটি ৫০ লাখ ইউরো। এর মধ্যে মানের দাম কমেছে ৬৪.৩ শতাংশ।

বিশ্বকাপের আগে চোটে পড়েন মানে
ছবি: টুইটার

সব মিলিয়ে জার্মান ফুটবলে সময়টা খুব ভালো কাটেনি সেনেগালের এই তারকার। মৌসুমে ৩৮ ম্যাচ খেলে গোল করেছেন মাত্র ১২টি। সে কারণেই মূলত মানের সঙ্গে সম্পর্কচ্ছেদ করতে চায় বায়ার্ন। মানেকে দেওয়া বেতন ও তাঁকে ছেড়ে দেওয়ার ট্রান্সফার ফি অন্য কোনো ক্ষেত্রে কাজে লাগাতে চায় তারা।

আরও পড়ুন

মানে বায়ার্ন কোচ টমাস টুখেলের পরিকল্পনাতে নেই বলেই বায়ার্ন হ্যারি কেইনকে বড় অঙ্কের প্রস্তাব দিয়ে দলে ভেড়াতে চাচ্ছে বায়ার্ন। কেইনকে নিতে বেশি আগ্রহী বায়ার্ন। শুরুতে তারা কেইনের জন্য সাত কোটি ইউরোর প্রস্তাব দেয়। কিন্তু এ দামে বনিবনা না হওয়ায় অঙ্কটা বাড়িয়ে এখন আট কোটি ইউরো করা হয়েছে বলে জানিয়েছে একাধিক ইউরোপীয় সংবাদমাধ্যম।

মানেকে বায়ার্ন ছেড়ে দিলে তাঁর গন্তব্য হতে পারে সৌদি আরব। সৌদি আরব ৩১ বছর বয়সী এই ফুটবলারকে লোভনীয় অফার দিতে পারে বলে জানিয়েছে জার্মান ম্যাগাজিন কিকার।

আরও পড়ুন