ভারতকে হারানোর পর দেওয়া পোস্ট মুছে ফেললেন সাবিনা
মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে দুর্দান্ত জয়ে সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ। জয়ের পর অধিনায়ক সাবিনা খাতুন কিছুটা বিব্রতকর অবস্থাতেই পড়লেন। সেটি তাঁর অ্যাডমিন-নিয়ন্ত্রিত অফিশিয়াল ফেসবুক পেজের দেওয়া পোস্টের কারণেই। যা নিয়ে ভিন্ন একটি পোস্টে দুঃখ প্রকাশও করছেন তিনি। পরে অবশ্য দুটি পোস্টই মুছে দিয়েছেন সাবিনা।
ভারতকে ৩-১ গোলে হারানোর পর সাবিনার অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট দেওয়া হয় এমন, ‘আলহামদুলিল্লাহ সকল প্রশংসা এক আল্লাহর! প্রত্যেকের কাছে এবং প্রত্যেক খেলোয়াড়ের কাছে আমি কৃতজ্ঞ। আমি চাই, রোজ তোরা টিকটক কর। আর এমন পারফরম্যান্স কর। অনেক অনেক ভালোবাসা তোদের জন্য।’
এই পোস্ট খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দেওয়া হয়। সাবিনা তখনো দলের সঙ্গে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে। পোস্টটি দেখে তিনি সেটি মুছে দেওয়ার ব্যবস্থা করেন। সেই সঙ্গে নতুন করে পোস্ট দেন, ‘প্রথমেই দুঃখ প্রকাশ করছি, আমার পেজ থেকে পূর্বে প্রকাশিত স্ট্যাটাসটির জন্য। আমার পেজটি একজন অ্যাডমিন দ্বারা নিয়ন্ত্রিত। আমি খেলা শেষ করে টিম হোটেলে আসার পূর্বেই স্ট্যাটাসটি প্রকাশ করা হয়। যা আমার দৃষ্টিতে আসা মাত্রই ডিলিট করেছি।’
আপাতত আমরা একটা প্রতিযোগিতায় আছি এবং সেটিতেই মনোযোগ দিতে চাই। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, সব নেগেটিভ নিউজ বা মতামত টুর্নামেন্ট শেষে শেয়ার করুন। এই মুহূর্তে আমাদের সবার জন্য দোয়া এবং সমর্থন করুন। এই দল সিনিয়র জুনিয়র সবকিছুর ঊর্ধ্বে। আমরা সবাই এখন বাংলাদেশ। সবাই ভালো থাকুন এবং আমাদের জন্য দোয়া করুন যেন আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারি। শুভরাত্রি।’ পরবর্তীতে অবশ্য এই পোস্টটিও মুছে দেন সাবিনা।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পরপরই মনিকা চাকমার কথায় বিতর্ক শুরু হয়। কোচ সিনিয়র খেলোয়াড়দের পছন্দ করেন না, তাঁদের মাঠে নামাতে চান না, মনিকার এমন বক্তব্য ঝড় তোলে ফুটবল অঙ্গনে। ইংলিশ কোচ বাটলারও কম যাননি। তিনি অভিযোগ তোলেন, খেলোয়াড়দের টিকটকে সময় কাটানো নিয়ে।
তবে সব বিতর্ক পেছনে ফেলে ভারতের বিপক্ষে এককাট্টা হয়ে মেয়েদের যে পারফরম্যান্স, সেটিতে দারুণ খুশি কোচ। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমি একজন কোচ। আমি একটি দল নির্বাচন করি, তাদের মাঠে নিয়ে গিয়ে অনুশীলন করাই। ম্যাচের কৌশল ঠিক করি। আজকের জয়ের সব কৃতিত্ব খেলোয়াড়দের।’