‘আমি আর কখনোই ব্রাজিল নিয়ে কথা বলব না’

রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিছবি : এএফপি

রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি শেষ হলেই ব্রাজিল দলের দায়িত্ব নেবেন কার্লো আনচেলত্তি—এমন ইঙ্গিত সপ্তাহ দুয়েক আগে দিয়েছিলেন স্বয়ং ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেজ। এর পর থেকে কার্লো আনচেলত্তিকে কাছে পেলেই বিষয়টি নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকেরা।

আনচেলত্তি বর্তমানে রিয়াল মাদ্রিদকে নিয়ে যুক্তরাষ্ট্রে আছেন। ইউরোপের সফল ক্লাবটি সেখানে গিয়েছে প্রাক্-মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলতে। রোববার যুক্তরাষ্ট্রে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচটি খেলবে রিয়াল। এর আগে গতকাল লস অ্যাঞ্জেলসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন আনচেলত্তি।

আরও পড়ুন
রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে কার্লো আনচেলত্তি
ছবি: এএফপি

লস অ্যাঞ্জেলসে ব্রাজিল দলের কোচ হওয়ার বিষয়টি নিয়ে আনচেলত্তিকে প্রশ্ন করা হয়। এর উত্তরে ইতালিয়ান কোচ বলেছেন, ‘আমি আর কখনোই ব্রাজিল নিয়ে কথা বলব না। আমি রিয়াল মাদ্রিদের কোচ এবং এখানেই থাকব।’

রিয়ালের সঙ্গে আনচেলত্তির চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছরের জুন মাসে। সেই হিসাব করে বিশ্বের বিভিন্ন দেশের সংবাদমাধ্যম খবর ছেপেছিল, ২০২৪ সালের কোপা আমেরিকার আগে ব্রাজিল দলের দায়িত্ব নেবেন আনচেলত্তি। এটা কি তাহলে ঠিক নয়? এই প্রশ্নের উত্তরে আনচেলত্তি বলেছেন, ‘আমি এ ব্যাপার নিয়ে আর কথা বলব না।’

আরও পড়ুন

আনচেলত্তিকে প্রশ্ন করা হয়েছিল কিলিয়ান এমবাপ্পের রিয়ালে নাম লেখানোর সম্ভাবনা নিয়েও। এ ব্যাপারেও মুখে কুলুপ এঁটেই থেকেছেন রিয়ালের কোচ, ‘সে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় নয়। আর যে এখানকার নয়, এমন একজন খেলোয়াড়কে নিয়ে আমার কথা বলা ঠিক মনে হচ্ছে না।’

আরও পড়ুন